PPNB Scholirship: মেধাবী পড়ুয়াদের আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকারি স্কলারশিপের পাশাপাশি একাধিক বেসরকারি স্কলারশিপ রয়েছে ভারতে। এমনই একটি স্কলারশিপ রয়েছে ভারতে যার মাধ্যমে পড়ুয়ারা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পেতে পারে। এখানে কথা বলা হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স প্রোৎসাহন স্কলারশিপকে (PNB Housing Finance Protsahan Scholarship) নিয়ে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।
পিএনবি হাউজিং ফাইন্যান্স প্রোৎসাহন স্কলারশিপ ২০২৩ (PNB Scholirship)
১. এই স্কলারশিপ দেওয়া হয় হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) হাউজিং ফাইন্যান্সের (Housing Finance) তরফে।
২. এই স্কলারশিপের অধীনে প্রত্যেক বছরে সর্বোচ্চ ৪০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হয়।
৩. মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্য করার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়।
Eligibility for PNB Housing Finance Protsahan Scholarship 2023
১. পড়ুয়াকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২. আবেদন করার সময়ে পড়ুয়া স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে বিএ, বিকম, বিএসসি, বিসিএ-এর মতো কোনো অ্যাকাডেমিক কোর্সে পাঠরত হওয়া বাধ্যতামূলক।
৩. পড়ুয়ার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিটের নম্বর কমপক্ষে যথাক্রমে ৬০% হতে হবে।
৪. পড়ুয়ার বাড়ির উপার্জনকারী ব্যক্তির আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার কম হতে হবে।
Scholarship amount of PNB Housing Finance Protsahan Scholarship 2023
১. এক্ষেত্রে মেধা, কোর্স ও আর্থিক চাহিদা অনুযায়ী স্কলারশিপের পরিমাণ ঠিক করা হয়।
২. ন্যূনতম স্কলারশিপের পরিমাণ ১০ হাজার টাকা।
৩. স্কলারশিপের ঊর্ধসীমা ৪০ হাজার টাকা।
পিএনবি হাউজিং ফাইন্যান্স প্রোৎসাহন স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া ২০২৩ (Application process of PNB Housing Finance Protsahan Scholarship 2023)
১. পড়ুয়াকে প্রথমে https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/409/1043_3.html ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটে গিয়ে PNB Housing Finance Protsahan Scholarship খুঁজে সেটাতে ক্লিক করতে হবে।
৩. এরপরও ‘Apply’ বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৪. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে ভুললে চলবে না।
আবেদন করার শেষ তারিখ: ৩০.১০.২০২৩।
এই বছরের মতো সময়সীমা পেরিয়ে গেছে। সামনের বছরে আবার আবেদন করা যেতে পারে।