রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

সোনার গয়না কিনেছেন? মোবাইল দিয়ে এই উপায়ে করুন আসল-নকলের পার্থক্য

Check Gold Quality: সোনা কেবল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকে না। পুরো বিশ্বের ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রণ করারও ক্ষমতা রাখে। অনেকেই এই হলুদ ধাতুকে বিনিয়োগের হাতিয়ার হিসেবে…

Advertisements

Check Gold Quality: সোনা কেবল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য থাকে না। পুরো বিশ্বের ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বাজার নিয়ন্ত্রণ করারও ক্ষমতা রাখে। অনেকেই এই হলুদ ধাতুকে বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। বহু মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষই সোনা কিনে গচ্ছিত রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন। সোনা কেনার জন্য আবার চোখ-কান খোলা রাখতে হয়। নয়তো কোনদিন সোনার দাম বেশি ও কোনদিন কম (Gold Price) হচ্ছে জানতে পারা যাবে না।

Check Gold Quality

Advertisements

আবার শুধুমাত্র সোনার দাম দেখলেই হয় না, নজর রাখতে হয় সোনার গুণমানেও (Gold Quality)। অনেক সময় সোনার দামে পতন দেখে তাড়াহুড়ো করে সোনা কিনে নেন বহু মানুষ। তাড়াহুড়ো করে কিনতে গিয়ে অনেকেই দোকানদারের কাছে ঠকে যান। কখনও কখনও অসাধু দোকানদারেরা সোনার সঙ্গে অতিরিক্ত খাদ মিশিয়ে দেন। এমনটা হয়ে থাকলে ক্ষতির মুখে পড়তে হয় গ্রাহকদের। এই ধরণের পরিস্থিতি থেকে বাঁচাতে হলমার্কের সূচনা করা হলেও প্রতারণার অভিযোগ শোনা যাচ্ছেই।

সরকারের তরফে হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কার্যকরী করার মূল উদ্দেশ্যই একটাই, সোনার বিশুদ্ধতা সম্পর্কে গ্রাহকদের অবগত করা এবং প্রতারণার হাত থেকে বাঁচানো। কিন্তু এরপরেও প্রতারণার অভিযোগ সামনে আসতে দেখা যায়। তাহলে এবার প্রশ্ন উঠছে তাহলে কি সোনার বিশুদ্ধতা জানা যাবে না? উত্তর হল, অবশ্যই জানা যাবে। কীভাবে? নিম্নে সবটা ধাপে ধাপে বর্ণনা করা হল।

Check Gold Quality

সোনার বিশুদ্ধতা জানার প্রক্রিয়া (How to Check Gold Quality?)

১. বিআইএস কেয়ার অ্যাপের (BIS Care App) সাহায্যে সোনা যাচাই করা যায়। বিআইএস-এর পুরো নাম হল ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’ (Bureau of Indian Standard)।
২. এই অ্যাপ মোবাইলে ব্যবহার করা যায়। মোবাইলে অ্যাপটি ওপেন করে সোনার হলমার্ক তথা আইএসআই (ISI) বিশুদ্ধতা যাচাই করা সম্ভব। এটি যাচাই করতে পারলেই দোকানদার আর ঠকাতে পারবে না। এমনকি এই বিষয়ে অভিযোগ থাকলেও অ্যাপটির মাধ্যমে অভিযোগ জানানো সম্ভব হবে।

বিআইএস কেয়ার অ্যাপ ডাউনলোড করার প্রক্রিয়া (How to download BIS Care App)

১. গুগল প্লে স্টোরে সার্চ বারে বিআইএস কেয়ার অ্যাপ লিখলেই সামনে অ্যাপটি দেখতে পাওয়া যাবে।
২. এটি ডাউনলোড করার জন্য কোনো টাকা দিতে হয় না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements