Fungal Stain Removal Tips: বর্ষার মরসুমে অতিরিক্ত গরম থেকে পরিত্রাণ পাওয়া যায় ঠিকই, কিন্তু এর সঙ্গে আসে অন্যান্য সমস্যাও। কখনও একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে জামাকাপড় শুকোতে দেরি হয়, আবার কখনও প্রিয় পোশাকে ছত্রাকের দাগ দেখতে পাওয়া যায়। আবহাওয়ায় আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই এমনটা হয়ে থাকে (Rain Water Stains Removal from clothes Tips)। অনেকেই জানেন না, এই দাগ ঘরোয়া উপায়ে খুব সহজে দূর করা যায়। আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করা হল (Monsoon Fungal Stain Removal clothes Tips)।
(Fungal Stain Removal Tips) জামাকাপড় থেকে ছত্রাকের দাগ তোলার সহজ উপায়
প্রথমে যে জামাকাপড়ে ছত্রাক লেগেছে, সেই জামাকাপড়গুলোকে ভালো জামাকাপড়ের থেকে আলাদা করতে হবে। এরপরে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
১. ব্রাশ নিতে হবে: আলাদা করা হয়ে গেলে হাতে একটি ব্রাশ নিতে হবে। এই ব্রাশ বেশ চওড়ামুখো হলে ভালো হয়। এই ব্রাশ দিয়ে ছত্রাকযুক্ত কাপড়গুলো থেকে ছত্রাক ঝেড়ে ফেলে দিতে হবে।
২. বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ: এরপরে একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে বেকিং সোডা ও ভিনিগার নিয়ে ভালো করে মেশাতে হবে। এই মিশ্রণটি কাপড়ের উপরে থাকা ছত্রাকের দাগের উপরে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। পরে জলে ধুয়ে দিলে দেখা যাবে ছত্রাকের দাগ উঠে গেছে।
৩. পাতিলেবু ও নুনের মিশ্রণ: একটি পাত্রে পাতিলেবু রস ও নুনের মিশ্রণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ ছত্রাকের দাগের উপরে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে তুলে দিতে হবে।
৪. ব্লিচ ব্যবহার করা যেতে পারে: জামাকাপড় সাদা রঙের হলে ব্লিচ ব্যবহার করা যেতে পারে। একটি পাত্রে ১:৩ অনুপাতে ব্লিচ ও জল মিশিয়ে ছত্রাকের দাগের উপরে লাগিয়ে দিতে হবে। পরে ধুয়ে তুলে দিতে হবে।
৫. হাইড্রোজেন পারঅক্সাইড ভালো বিকল্প হতে পারে: আপনার পোশাক যদি সিল্কের হয়ে থাকে, সেই পোশাকে হাইড্রোজেন পারঅক্সাইড লাগিয়ে রেখে দিতে পারেন। উল্লেখ্য, এই কাজ হাতে করে করবেন না, ব্রাশ ব্যবহার করবেন। তোলার সময়ে শ্যাম্পু দিয়ে তুলে দিতে হবে। ছত্রাকের দাগ উঠে যাবে।