Lice Removal Tips: উকুনের সমস্যায় বহু মানুষেরই নাজেহাল অবস্থা। বাজারজাত প্রোডাক্ট ব্যবহার করলে অনেক সময় ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই অবস্থায় ঘরোয়া উপায়ে উকুনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অনুসরণ করা যেত পারে নিম্নে লেখা উপায়গুলো (Lice Treatment Home Remedies)।
মাথা থেকে উকুন তাড়ানোর সহজ উপায় (Lice removal home remedies)
১. নারকেল তেল (Coconut Oil): উকুন তাড়াতে নারকেল তেলের সাহায্য নেওয়া যেতে পারে। এই তেল ব্যবহার করে খুব সহজেই উকুন থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। একটি পাত্রে নারকেল তেল ও কর্পূর দিয়ে গরম করতে হবে। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে শুয়ে যেতে হবে। সকালে উঠে শ্যাম্পু সহযোগে জল দিয়ে ধুয়ে দিতে হবে।
২. রসুন ও পাতিলেবুর রস (Garlic & Lemon Juice): একটি পাত্র নিতে হবে। সেই পাত্রে অল্প লেবুর রস নিতে হবে। এতে যোগ করতে থেঁতলানো ৪ কোয়া রসুন। ভালো করে মিশিয়ে মাথায় লাগিয়ে রেখে দিতে হবে। ৩০ মিনিট পরে শ্যাম্পু সহযোগে তুলে দিতে হবে।
৩. অলিভ অয়েল ও টি ট্রি অয়েল (Olive Oil & Tea Tree Oil): একটি পাত্র নিয়ে সেটাতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ও অলিভ অয়েল নিতে হবে। দুটো উপাদান ভালো করে মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। রাতে ঘুমানোর আগে মাথায় পাতলা কাপড় জড়িয়ে নিতে হবে। সকালে উঠে শ্যাম্পু সহযোগে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
৪. ভিনিগার (Vinegar): উকুন ভিনিগার সহ্য করতে পারে না। এর অ্যাসেটিক অ্যাসিড বৈশিষ্ট্য উকুনের জন্য বিষ। তুলোয় ভিনিগার লাগিয়ে একটু একটু করে স্ক্যাল্পে মালিশ করতে হবে। ১০ মিনিটের মতো রেখে দেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
৫. পেঁয়াজ: কয়েকটা পেঁয়াজ বেটে সেই রস মাথায় লাগিয়ে ১-২ ঘন্টার মতো রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৬. নিম পাতা (Neem Leaves): হাঁড়িতে জল নিমপাতা নিয়ে ফুটিয়ে সেই জল ব্যবহার করে স্ক্যাল্প ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ২-৩ দিন লাগালেই উকুন মরে যাবে।