UPI Lite: বর্তমানে দেশ পুরোপুরি ক্যাশলেস না হলেও ডিজিটাল লেনদেনের হার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এই লেনদেন প্রক্রিয়া মানুষের কাছে আরও সহজ করে দিয়েছে স্মার্টফোন ও ইউপিআই সিস্টেম। এই দুই ফ্যাক্টরের উপরে দাঁড়িয়েই পুরো দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল লেনদেন। অনেকেই ভাবেন ডিজিটাল লেনদেনের জন্য ইন্টারনেট থাকা বাধ্যতামূলক। জানিয়ে রাখি, ইউপিআই-এর এক বিশেষ ব্যবস্থার অধীনে ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করা সম্ভব। এই বিশেষ পেমেন্ট পদ্ধতির নাম ইউপিআই লাইট। আজকের প্রতিবেদনে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
ইউপিআই লাইট কী?(what is UPI Lite?)
এটি একটি উন্নতি পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট সিস্টেমের সহায়তায় খুবই সহজে ব্যবহারকারীরা টাকা-পয়সা লেনদেন করতে পারেন। কোনো রকমের ঝামেলা ছাড়াই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সাধারণত ইউপিআই পেমেন্টে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক। কখনও কখনও খারাপ ইন্টারনেট সংযোগ থাকার কারণে বা নেট প্যাক শেষ হয়ে যাওয়ার কারণে পেমেন্ট করার সময় হাতের কাছে সঠিক স্পিডের ইন্টারনেট পাওয়া যায় না। এই অবস্থায় ইন্টারনেটের সমস্যা মেটাতেই হয়ে হাজির ইউপিআই লাইট (UPI Lite)।
ইউপিআই লাইট সংক্রান্ত খুঁটিনাটি তথ্য (Important Notes on UPI Lite)
১. ইউপিআই লাইটে লেনদেন করার জন্য সর্বদাই পিনের প্রয়োজন নেই। এই পিন ছাড়াই এই সিস্টেমে ২০০ টাকা পাঠানো যায়।
২. এক্ষেত্রে ইউপিআই নম্বর দিয়ে বা QR Code স্ক্যান করে পেমেন্ট করার জন্য ইন্টারনেট সংযোগ থাকার দরকার নেই।
৩. ইউপিআই লাইটে লেনদেনের সর্বোচ্চ সীমা ২০০ টাকা।
৪. এই ক্ষেত্রে সর্বাধিক ২০০০ টাকা জমা রাখা যায়।
ইউপিআই লাইট ব্যবহার করা যাবে কীভাবে?(How to use UPI Lite?)
১. ইউপিআই লাইট ব্যবস্থা উপভোগ করে জন্য আপনাকে যেতে হবে ভিম অ্যাপে (BHIM App)। এই অ্যাপেই পাওয়া যাবে UPI Lite সক্রিয় করার সুযোগ।
কোন কোন ব্যাঙ্কে পাওয়া যাবে ইউপিআই লাইট পরিষেবা? (Which Banks are offering UPI lite Service?)
যে সমস্ত ব্যাঙ্কগুলোতে ইউপিআই লাইট পরিষেবা পাওয়া যাবে, সেগুলো হল-
১. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)।
২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)।
৩. উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)।
৪. কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)।
৫. ইউনিয়ন ব্যাঙ্ক (Union Bank)।