Lottery Winning Tricks: লটারির পুরস্কার জেতার সহজ প্রক্রিয়া বহু মানুষই জানতে চান। অনেকেই এর খোঁজে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। আজকের প্রতিবেদনে লটারির পুরস্কার জিততে ইচ্ছুক ব্যক্তিদের জন্যই লটারি জেতার কিছু উপায় বর্ণনা করা হল। লটারির টিকিট কাটার আগে অবশ্যই একবার এগুলোতে চোখ বুলিয়ে নেবেন। (How to win lottery?)
লটারির পুরস্কার জেতার সহজ উপায় (Lottery Winning Tricks)
১. লটারির টিকিট কেনার সময়ে তাড়াহুড়ো করলে হবে না। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে টিকিট কাটতে হবে।
২. অনেকেই শুভ দিন ও শুভ সংখ্যায় বিশ্বাস করে কাজ করেন। আপনিও বিশ্বাস করে থাকলে শুভ দিন জেনে নিয়ে শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে পারেন।
৩. ঠিক আগের দিন বিজয়ী নম্বরের টিকিট কেনা যাবে না। এই ধরণের টিকিট কাটা থেকে বিরত থাকতে হবে।
৪. পরিচিত লটারি বিজেতার কাছে থেকে লটারির কেনার উপায় জানা যেতে পারে।
৫. লটারির টিকিট কাটার আগে বিগত এক সপ্তাহের ফলাফলের দিকে নজর রাখতে হবে।
৬. টিকিটে ১ থাকলে সেই টিকিট কিনতে পারেন। পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।
৭. সরাসরি দোকান থেকে না নিয়ে অনলাইনে টিকিট কাটা যেতে পারে। এক্ষেত্রে ওয়ালেট থেকে পে করতে হবে।
৮. কোনো প্রলোভনে না ফেঁসে নিজের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী টিকিট কাটতে হবে।
৯. টিকিট কাটার সময় টিকিট ৭ বা ৯ নং দেখলে সেই টিকিট কাটা যেতে পারে। এই নম্বর বিশিষ্ট টিকিটগুলোকে বহুবার জিততে দেখা গেছে।
১০. শুরুর দিকে কম দামী টিকিট কিনতে হবে, বেশি দামের টিকিট কাটলে হবে না।
জানিয়ে রাখি, উপরে উল্লিখিত উপায়গুলো কখনও পুরস্কার জেতার ১০০% গ্যারেন্টি দেয় না। এক্ষেত্রে দরকার হয় ভাগ্যেরও। শেষপর্যন্ত ভাগ্য সঙ্গ না দিলে লটারির টিকিট যেতা সম্ভব নয়।