Lottery Winning Tricks: আজকাল প্রায়শই লটারিতে টিকিট কিনে ধনী হওয়ার খবর শুনতে পাওয়া যায়। কখনও লাখ টাকা, আবার কখনও কোটি টাকা জিতছেন লটারির টিকিটের ক্রেতারা। লটারি জেতার বিষয় ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে লটারি জেতার সম্ভাবনা বেড়ে যায়। নিম্নে সেই পদ্ধতিই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
লটারি জেতার গোপন পদ্ধতি:
১. পূর্বে জিতে যাওয়া লটারিগুলোর নম্বর পর্যবেক্ষণ করতে হবে। অনেকেই এই ব্যাপারে গবেষণা করেন। সেই গবেষণার ভিত্তিতেই জানা যায় যে, ১৯৯৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যতগুলো লটারির টিকিট বিজেতা হয়েছে, সেগুলোর মধ্যে নম্বর সিরিজের বেশিরভাগ জনেরই নম্বর ১ থেকে শুরু হয়েছিল।
২. লটারির টিকিট কাটার সময়ে নম্বর সিরিজে থাকা পরপর দুটি নম্বর ক্রমিক নম্বর হতে হবে। উদাহরণস্বরূপ, সেই নম্বরদুটি ৬৭ বা ৭৮ হতে হবে।
৩. ভালোভাবে পর্যবেক্ষণ করে মিডল নম্বর সিলেক্ট করতে হবে। বিজেতা নম্বর সিরিজের মিডল সম্বরের অনুকরণে আপনার লটারির টিকিট কাটতে পারেন। সেই মিডল নম্বরের বিপরীত সংখ্যা বিশিষ্ট নম্বর সিরিজের টিকিটও কেনা যেতে পারে। ধরা যাক, আগের দিন ৪৩ মিডল নম্বর বিশিষ্ট নম্বর সিরিজ বিজেতা হয়েছে, এক্ষেত্রে ৪৩৩৪ নম্বর বিশিষ্ট টিকিট কাটা যেতে পারে।
৪. বহুবার দেখা গেছে যে, বিজোড় নম্বর বিশিষ্ট লটারির টিকিট পুরস্কার পেয়েছে। তাই বিজোড় নম্বর বিশিষ্ট টিকিট কাটা যেতে পারে।
৫. বেশি টিকিট বিক্রি হওয়া কাউন্টার থেকে টিকিট কিনলে জেতার চান্স বেশি। বিশেষ করে রাত ৮টার খেলা উপলক্ষে যে টিকিট বিক্রি হয়, সেগুলো বিজেতা হওয়ার সম্ভাবনা বেশি।