রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lottery Winning Tricks: রাতারাতি হবেন কোটিপতি! জানুন লটারি জেতার গোপন সূত্র

Lottery Winning Tricks: লটারির টিকিট (Buy Lottery Ticket) বহু মানুষ কিনে থাকেন। এর মধ্যে মাত্র কিছু মানুষই লটারির পুরস্কার জেতার সুযোগ পান। অনেকেই জানেন না যে, লটারির টিকিট কাটার জন্য…

Advertisements

Lottery Winning Tricks: লটারির টিকিট (Buy Lottery Ticket) বহু মানুষ কিনে থাকেন। এর মধ্যে মাত্র কিছু মানুষই লটারির পুরস্কার জেতার সুযোগ পান। অনেকেই জানেন না যে, লটারির টিকিট কাটার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় (How to Predict Lottery Tickets?)। ফলে পকেট খালি হয়ে গেলেও লটারির পুরস্কার আর পাওয়া যায় না। আজকের এই প্রতিবেদনে লটারির টিকিট কাটার সবচেয়ে ভালো উপায়গুলো বর্ণনা করা হল (What are the best numbers to pick for lottery?)।

Lottery Winning Tricks

Advertisements

(Lottery Winning Tricks) লটারি জেতার সর্বশ্রেষ্ঠ উপায়:

১. লটারির বিজেতা নম্বরকে কেন্দ্র করে অনেকেই গবেষণা করেন। এই গবেষণার ফলাফল হিসাবে জানতে পারা গেছে যে, ১৯৯৭-২০১৫ সাল এই সময়সীমার মধ্যে বিজেতা টিকিটগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ‘1’ ডিজিটটি থাকতে দেখা গেছে।
২. কোনো টিকিটে ‘1’ ডিজিট না থাকলে উপলব্ধ টিকিটগুলোতে দৃশ্যমান নম্বরের সিরিজে থাকা সবচেয়ে কম নম্বরের টিকিটটি নিতে হবে।

Lottery Winning Tricks

৩. লটারির টিকিট যখন কিনবেন তখন সাধারণ নম্বর সিরিজের ক্রমিক নম্বর বিশিষ্ট টিকিট কিনতে হবে। উদাহরণস্বরূপ, টিকিটে ২৩, ৩৪, ৬৭ প্রভৃতি থাকলে সেটা কিনতে পারেন।
৪. লটারির টিকিট কাটার সময়ে ৮-এর নিকটবর্তী কোনো সংখ্যা বাছার চেষ্টা করবেন। যেমন, টিকিটে যদি ৯ বা ৭ থাকে, সেটা কিনতে পারেন।
৫. লটারি কেনার সময়ে বিজোড় সংখ্যা বিশিষ্ট লটারি কেনার চেষ্টা করবেন। বহু বিজেতা ব্যক্তির টিকিটেই বিজোড় ডিজিট থাকতে দেখা গেছে।

Lottery Winning Tricks

উল্লেখ্য, উপরিলিখিত উপায়গুলো মেনে চললে টিকিট কাটলে আপনার লটারির পুরস্কার জেতার সম্ভাবনা একলাফে অনেকটা বেড়ে যাবে। তবে, এর মানে এই নয় যে, এই উপায়গুলো আপনাকে লটারি জেতার ১০০% গ্যারান্টি দিচ্ছে। তাই সতর্ক থেকে লটারি কিনতে নামবেন। খেয়াল রাখতে হবে, এই লটারি কাটার অভ্যাস কখনওই যেন নেশায় পরিণত না হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements