Lottery Winning Tricks: বহু মানুষই রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। বেশিরভাগ ক্ষেত্রেই রাতারাতি ভাগ্য পাল্টানোর বিষয়টা মানুষ চেয়ে থাকেন আর্থিক অবস্থার কথা মাথায় রেখে। আর্থিক দুরাবস্থা চারিদিক দিয়ে ঘিরে রাখলে অনেকেই লটারির টিকিট কেটে পুরস্কারস্বরূপ কোটি টাকা জিতে রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। কিন্তু কোনো ট্রিক ফলো না করেই টিকিট কাটতে গেলে তা অনেকটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো হয়ে যাবে। তাই লটারি জিততে চাইলে টিকিট কাটার নিয়মগুলো জানতেই হয়। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Lottery Winning Tricks)।
লটারি জেতার গোপন ট্রিক(Secret tricks to win lottery)
১. টিকিট কাটার সময় মাথা শান্ত রাখার চেষ্টা করতে হবে। পছন্দের সংখ্যার উপরে ভিত্তি করে বা শুভ সংখ্যা মেনে দিনক্ষণ দেখে টিকিট কিনতে যেতে পারেন।
২. ঠিক আগের দিনের বিজেতা নম্বরের টিকিটগুলো কিনলে হবে না। সেগুলো প্রথমেই বাদ দিতে হবে।
৩. টিকিটের নম্বরের সিরিজে ৭ বা ৯ থাকলে সেটি কিনতে পারেন।
৪. টিকিটের মধ্যে যদি ১ নম্বর দেখতে পান, তাহলে সেই টিকিট কাটলে লটারি জিততে পারেন। এক গবেষণায় দেখা গেছে, ১ নম্বর বিশিষ্ট টিকিট বেশি পুরস্কার যেতে।
৫. শুরুর দিকে বেশি দামী লটারির টিকিট কিনতে গেলে হবে না। কমদামী টিকিট কিনে আগে অভিজ্ঞতা বাড়াতে হবে, ধীরে ধীরে স্ট্র্যাটেজি সফল হতে শুরু করলে, তবেই বেশি দামী টিকিট কেনা উচিত।
৬. পরিচিত কেউ লটারির টিকিট জিতে থাকলে, তাঁর কিছু পরামর্শ নিয়েও টিকিট কাটতে পারেন।
এইভাবে টিকিট কিনলে আপনি লটারির পুরস্কার জিততে পারেন। যদিও লটারি জেতার বিষয়টি ভাগ্যের উপরেও নির্ভর করে। ভাগ্য যতক্ষণ না সহায় হবে, লটারি জেতা মুশকিল। তবে পুরোপুরি আন্দাজে লটারির টিকিট না কিনে, হিসাব করে টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা একধাপে অনেকটা বেড়ে যাবে।