Lottery Winning Tricks: বহু মানুষই রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। বেশিরভাগ ক্ষেত্রেই রাতারাতি ভাগ্য পাল্টানোর বিষয়টা মানুষ চেয়ে থাকেন আর্থিক অবস্থার কথা মাথায় রেখে। আর্থিক দুরাবস্থা চারিদিক দিয়ে ঘিরে রাখলে অনেকেই লটারির টিকিট কেটে পুরস্কারস্বরূপ কোটি টাকা জিতে রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। কিন্তু কোনো ট্রিক্স ফলো না করেই টিকিট কাটতে গেলে তা অনেকটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো হয়ে যাবে। তাই লটারি জিততে চাইলে টিকিট কাটার নিয়মগুলো জানতেই হয়। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Lottery Winning Tricks)।
(Lottery Winning Tricks) লটারি জেতার গোপন ট্রিক
- আপনি যদি প্রথমবার লটারির টিকিট কাটতে যাচ্ছেন, তাহলে আপনার একটু গবেষণা করে নেওয়া প্রয়োজন। এর জন্য আপনাকে বিজেতা লটারির নম্বরের সিরিজের উপর নজর রাখতে হবে। যদি আগের দিনের বিজেতা টিকিটের নম্বরে ৫, ৩, ৯, ৭ থাকে, তাহলে আপনাকে পরের দিন টিকিট কেনার সময়ে ৪, ২, ৮, ৬ বিশিষ্ট নম্বরের টিকিট কিনতে হবে।
- নম্বর সিরিজের শেষের ৫টি নম্বর বেশ গুরুত্বপূর্ণ। এই নম্বরের তৃতীয় নম্বর বেশ দেখেশুনে বাছতে হবে। ধরা যাক মিডল নম্বর হল ৫৩। এই অবস্থায় লাস্টের নম্বরের ডিজিট এমন হতে হবে যে, ৩ ও সেই নম্বরগুলোর বিয়োগফল ০, ১, -১ হবে। এক্ষেত্রে লাস্টের নম্বর ৩, ২, ৪ হতে পারে।
- লাস্টের ৫টি নম্বর মিরর রিফ্লেকশন বিশিষ্ট নম্বর হলে, সেই নম্বরের লটারির টিকিট কিনতে পারেন। উদাহরণস্বরূপ, টিকিটের লাস্ট ৫ ডিজিটের নম্বর ৭৪০৪৭, ১৪৫৪১, ৮২৯২৮ প্রকৃতির হল এই নম্বরের টিকিট কিনতে পারেন। আপনার ভাগ্য খুলে যেতে পারে।
এইভাবে টিকিট কিনলে আপনি লটারির পুরস্কার জিততে পারেন। যদিও লটারি জেতার বিষয়টি ভাগ্যের উপরেও নির্ভর করে। ভাগ্য যতক্ষণ না সহায় হবে, লটারি জেতা মুশকিল। তবে পুরোপুরি আন্দাজে লটারির টিকিট না কিনে, হিসাব করে টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা একধাপে অনেকটা বেড়ে যাবে।