Lottery Winning Tricks: প্রতিনিয়ত বহু মানুষ লটারির টিকিট কেনেন। কারোর স্বপ্ন নতুন বাড়ি কেনা, তো কারোর স্বপ্ন ব্যবসা শুরু করা। কেউ লটারির টিকিট দিয়ে গাড়ি কিনতে চান, তো কেউ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে চান। উদ্দেশ্য যাই হোক না, চোখে স্বপ্ন নিয়ে বহু মানুষকেই প্রত্যেকদিন লটারির টিকিট কাটতে দেখা যায়।
দেশজুড়ে অসংখ্য মানুষ টিকিট কাটলেও পুরস্কার যেতেন মাত্র কয়েকজন মানুষ। বেশিরভাগ মানুষকেই হতাশ হতে হয়। তবে কিছু ট্রিক আছে, যেগুলো অনুসরণ করলে লটারি জেতার সম্ভাবনা বেড়ে যায়। এই ট্রিকগুলো ১০০% জেতানোর প্রতিশ্রুতি দেয় না ঠিকই, তবে এগুলোর দৌলতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা এক ধাপ বেড়ে যায়।
লটারি জেতায় সাহায্যকারী নিয়মগুলো:
১. লটারির টিকির কেনার সময়ে সবথেকে কম নম্বর বাছার চেষ্টা করতে হবে।
২. এই টিকিট কাটতে গেলে ১ নম্বর বিশিষ্ট সিরিজের লটারির টিকিট কেনার ভালো। এক বিশেষ সমীক্ষায় দাবি করা হয়েছে যে, বিজেতা লটারির মধ্যে ৬০% লটারির নম্বর সিরিজে ১ সংখ্যাটি থাকে।
৩. নম্বর সিরিজে ক্রমিক সংখ্যা বিশিষ্ট দুটি নম্বরও বাছা যেতে পারে। উদাহরণস্বরূপ, ৫৬, ৬৭, ৭৮ নেওয়া যেতে পারে।
৪. বিজেতা ব্যক্তিদের লটারিতে বিজোড় সংখ্যা থাকতে দেখা যায়। তাই আপনিও লটারি কেনার আগে বিজোড় সংখ্যা দেখে নিয়ে, সেই অনুযায়ী লটারি কিনতে পারেন।
৫. লটারির টিকিট কেনার সময় ৮ নম্বরের কাছাকাছি কোনো নম্বর সিলেক্ট করে টিকিট কিনতে পারেন। এই নম্বরটি ৯ কিংবা ৭ হতে পারে। দাবি করা হয়েছে, এই নম্বরের সিরিজের টিকিট বহবার জিততে দেখা গিয়েছে।