Lottery Winning Tricks: কমবেশি প্রায় প্রত্যেকেই লটারি কেনার শখ রাখেন। কেউ শখ করে লটারির টিকিট কাটেন, আবার কেউ দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে টিকিট কেনেন। কিছু মানুষ মাঝে মধ্যে টিকিট কাটলেও, কিছু মানুষকে নিয়মিত কাটতে দেখা যায়। প্রতিদিন অসংখ্য মানুষ টিকিট কাটলেও পুরস্কার জেতেন মাত্র কয়েকজনই। এর মধ্যে লটারির টিকিট কেনার শখ কিছু মানুষের কাছে নেশার বস্তুতে পরিণত হতে দেখা যায়। বহু মানুষকে তো লটারির টিকিট কিনতে গিয়ে গয়না-ভিটে বিক্রি করে পথেও নেমে পড়তে দেখা গিয়েছে।
আর এজন্যই লটারি কেনার সময় নির্দিষ্ট কিছু ট্রিক অনুসরণ করা উচিত। এগুলো মেনে চললে লটারি জেতার সম্ভাবনা একধাপে অনেকটাই বেড়ে যায়। নিম্নে সেই সমস্ত ট্রিকই শেয়ার করা হল।
লটারি জেতার গোপন নিয়ম:
১. আপনি আপনার লটারির টিকিট কেনার আগের দিন যে সমস্ত টিকিটগুলোকে জিততে দেখেছেন, সেগুলোকে ভুলেও কিনতে যাবেন না। সেই নম্বরের টিকিট ব্যতীত অন্য টিকিট কাটতে পারেন।
২. লটারির নম্বরের সিরিজটির দিকে তাকিয়ে দেখতে হবে সিরিজটি ১ দিয়ে শুরু হচ্ছে কিনা। বেশিরভাগ বিজেতা নম্বরই ১ থেকে শুরু হতে দেখা যায়।
৩. বহু বিজেতা নম্বর সিরিজই ৬,৭,৯-এর সমন্বয়ে দেখা গেছে। তাই টিকিট কিনতে হলে ৬,৭,৯ নম্বরের সিরিজ বিশিষ্ট টিকিট কিনতে হবে।
৪. টিকিট কিনতে গিয়ে কোনো একটি নম্বর নিশ্চয়ই খুব মনে ধরে। এক্ষেত্রে আপনাকে সেই টিকিট কাটারই পরামর্শ দেওয়া হচ্ছে।
৫. অনেক মানুষের জীবনেই লাকি নম্বর বলে একটি বিষয় থাকে। আপনার জীবনেও যদি এই ধরণের কোনো নম্বর রয়েছে, সেই নম্বরের টিকিট আপনি কাটতে পারেন।
উল্লেখ্য, জেনে রাখবেন, এগুলো আপনাকে টিকিট জেতার কাজে সাহায্য করার জন্য। সর্বোপরি ভাগ্য সঙ্গে থাকলে তবেই আপনি টিকিট জিততে পারবেন।