Lottery Winning Tricks: অনেক মানুষ আছেন যাঁরা সুযোগ পেলেই লটারির টিকিট কাটেন। কেউ কেউ প্রত্যেক মাসে লটারির টিকিট কেনেন। কিছু মানুষ আবার প্রত্যেক সপ্তাহে টিকিট কেটে থাকেন। কিন্তু বারংবার টিকিট কেটেও অনেক সময় পুরস্কার জেতা যায় না। আজকের প্রতিবেদনে আমরা জানাবো এমন কিছু ট্রিক, যেগুলো মেনে চললে টিকিট জেতার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে।
(Lottery Winning Tricks) লটারি জেতার গোপন ট্রিক:
১. লটারির টিকিট কাটার আগে আপনাকে বিগত ৭দিনের বিজয়ী টিকিটের উপরে নজর রাখতে হবে। ভালো করে দেখে নিয়ে যে টিকিটগুলো জিতেছে, সেগুলো কেনার আগে ধরে ধরে বাদ দিতে হবে। তবে, বিজেতা টিকিটের বিপরীত নম্বর দেখেও আপনি টিকিট কিনতে পারেন।
২. লটারি জেতার বিষয় উঠলে টিকিট বিক্রি করার জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, যে দোকানে টিকিট বেশি থাকে, সেই দোকানের টিকিট বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে, উক্ত দোকানের টিকিট জেতার সম্ভাবনাও বেশি থাকে। তাই যে দোকানে বেশি টিকিট আছে, সেখান থেকে টিকিট কেনার চেষ্টা করবেন।
৩. টিকিট কাটার সময়ে আপনি আপনার মনে শুভ নম্বর রেখে টিকিট কাটতে পারেন। আপনার যদি বিয়ে হয়ে থাকে, তাহলে বিয়ের তারিখ অনুসরণ করেও লটারির টিকিট কিনতে পারেন আপনি।
তবে একটা জিনিস মনে রাখতে হবে। টিকিট কাটার সময় উল্লিখিত ট্রিকগুলো মেনে চললে আপনার টিকিট জেতার সম্ভাবনা একধাপে অনেকটা বেড়ে যাবে। কিন্তু এর মানে এই নয় যে, উক্ত ট্রিকগুলো আপনাকে পুরস্কার জেতার ১০০% গ্যারান্টি দেয়। ভাগ্য সহায় না হলে টিকিটের পুরস্কার জেতা সম্ভব নয়।