রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lottery Winning Tricks: এই নিয়মে টিকিট কাটলেই কেল্লাফতে, রোজ জিতবেন টাকা, রইল লটারি জেতার গোপন সূত্র

Lottery Winning Tricks: রাতারাতি কোটিপতি হওয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে লটারি জেতা। অনেকেই লটারি জেতার মাধ্যমে রাতারাতি নিজের আর্থিক ভাগ্য বদলে ফেলেছেন। টাকা জেতার আশায় বহু সাধারণ মানুষই লটারির টিকিট…

Advertisements

Lottery Winning Tricks: রাতারাতি কোটিপতি হওয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে লটারি জেতা। অনেকেই লটারি জেতার মাধ্যমে রাতারাতি নিজের আর্থিক ভাগ্য বদলে ফেলেছেন। টাকা জেতার আশায় বহু সাধারণ মানুষই লটারির টিকিট কিনে থাকেন। তবে লটারির টিকিট পুরোটাই আন্দাজে না কিনে কিছু ট্রিক ফলো করে কিনলে আশানুরূপ লাভ পাওয়া যেতে পারে। নিম্নে লটারি জেতার বেশ কিছু ট্রিক তুলে ধরা হল (Lottery Winning Tricks)।

Lottery Winning Tricks

লটারি জেতার গোপন ট্রিক (Lottery Winning Tricks)

১. যেদিন লটারির টিকিট কিনবেন, সেদিনের ৭ দিনের আগের লটারির টিকিটের ফলাফল দেখতে হবে ও বিশ্লেষণ করতে পারেন।
২. টিকিট কাটার সময় মিডল নম্বর বেছে নিতে হবে। শেষবার পুরস্কার জেতা লটারির টিকিটের নম্বর ভালো করে দেখেও তা কেনা যেতে পারে।
৩. বিজেতা লটারির মিডল নম্বরের প্যাটার্ন অনুসরণ করে টিকিট কাটতে পারেন। চাইলে বিপরীত নম্বরের প্যাটার্ন ফলো করে টিকিট কাটলেও লাভজনক ফলাফল পাওয়া যেতে পারে।
৪. মিডল নম্বরের শেষের দুটি সংখ্যা স্থির রাখতে হবে। তারপরে এর পরের দশকের ঘরের নম্বর বিশিষ্ট টিকিট কিনতে হবে। এইভাবে টিকিট কাটলেও ভালো ফল পাওয়া যায়।
৫. টিকিট কেনার সময় বড়ো দোকান থেকে টিকিট কাটার চেষ্টা করবেন। বড়ো দোকানে টিকিটের সংখ্যা বেশি হবে। এক্ষেত্রে টিকিট জেতার সম্ভাবনাও বাড়বে।
৬. আপনার যদি শুভ নম্বর থেকে থাকে, সেই অনুযায়ীইও টিকিট কাটতে পারেন। কেউ কেউ আবার স্ত্রী বা সন্তানের জন্মদিন কিংবা নিজেদের বিবাহ বার্ষিকীর তারিখ মেনেও টিকিট কেটে লাভবান হয়েছেন।

Advertisements

Lottery Winning Tricks

উপরিলিখিত ট্রিকগুলো মেনে চললে, টিকিট কাটার সম্ভাবনা বাড়বে। জেনে রাখুন, উক্ত ট্রিকগুলো কিন্তু কখনওই লটারি জেতার ১০০% গ্যারান্টি দেয় না। ট্রিকগুলো ফলো করলে লটারি জেতার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিন্তু ভাগ্য সহায় না থাকলে লটারির পুরস্কার জেতা সম্ভব নয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements