রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

লটারি জেতার জাদুকরী উপায়, এই পদ্ধতিতে টিকিট কাটলেই রোজ পাবেন প্রাইজ

Lottery Winning Tricks: লটারির টিকিট কাটার কিছু বিশেষ নিয়ম আছে। সেই নিয়ম মেনে টিকিট না কাটলে লটারি যেতা সম্ভব নয়। ভাগ্য অবশ্যই দরকার। পাশাপাশি এর সঙ্গে প্রয়োজন পরিশ্রমও। খুব ভেবেচিন্তে…

Advertisements

Lottery Winning Tricks: লটারির টিকিট কাটার কিছু বিশেষ নিয়ম আছে। সেই নিয়ম মেনে টিকিট না কাটলে লটারি যেতা সম্ভব নয়। ভাগ্য অবশ্যই দরকার। পাশাপাশি এর সঙ্গে প্রয়োজন পরিশ্রমও। খুব ভেবেচিন্তে টিকিট কাটতে হয়। কী কী নিয়ম মেনে টিকিট কাটতে হয়? সবটাই নিচে উল্লেখ করা হল (Easy Trick to win lottery)।

Lottery Winning Tricks

Advertisements

লটারির টিকিট খেলার সময় (Lottery Winning Tricks)

১. ডিয়ার হক ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। রবিবার সন্ধ্যায় খেলা হওয়ার পরে রাত ৮টায় ফলাফল প্রকাশিত হয়।
২. ডিয়ার অস্ট্রিচ ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। শনিবারে বিকেলে খেলা হওয়ার পরে বিকেল ৪টায় ফলাফল প্রকাশিত হয়।
৩. ডিয়ার ভালচার ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। শুক্রবার সন্ধ্যায় খেলা হওয়ার পরে রাত ৮টায় ফলাফল প্রকাশিত হয়।
৪. ডিয়ার ফ্যালকন ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা হওয়ার পরে সন্ধ্যাতেই ফলাফল প্রকাশিত হয়।
৫. ডিয়ার ঈগল ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। বুধবার সন্ধ্যায় খেলা হওয়ার পরে রাত ৮টায় ফলাফল প্রকাশিত হয়।
৬. ডিয়ার ফ্লেমিঙ্গো ইভিনিং: পুরস্কার মূল্য ২৬ লক্ষ টাকা (প্রথম পুরস্কার)। সোমবার সন্ধ্যা ৬টায় খেলা হওয়ার পরে রাত ৮টায় ফলাফল প্রকাশিত হয়।

Lottery Winning Tricks

লটারির টিকিট কেনার ট্রিক (Trick to win lottery)

১. মিডল নম্বরের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।
২. ঠিক আগের দিন বিজেতা টিকিটের মিডল নম্বর অনুসরণ করে টিকিট কাটা যেতে পারে।
৩. মিডল নম্বর পুরো উল্টে দিয়েও টিকিট কাটা যেতে পারে। উদাহরণস্বরূপ, বিজেতা টিকিটের মিডল নম্বর যদি ৫৬ হয়, তাহলে আপনাকে ৬৫ মিডল নম্বর বিশিষ্ট টিকিট কিনতে হবে।
৪. আগের দিনের বিজেতা টিকিটের শেষের নম্বরকে সামনে নিয়ে আসতে হবে এবং মিডল নম্বরটিকে পুরো উল্টো করে দিতে হবে। ধরা যাক, কোনো বিজেতা টিকিটে ৩৮৩৭২ আছে। এক্ষেত্রে মিডল নম্বর উল্টে দিলে হয়ে যাবে ৩৮। এরপরে শেষের সংখ্যাটিকে সামনে আনলে হবে ২৭৮।
৫. যে দোকানে পুরস্কার জেতার হার বেশি সেই দোকানগুলো থেকে টিকিট কাটতে হবে।
৬. বিজেতা ব্যক্তিদের কাছ থেকে টিকিট কাটার ব্যাপারে পরামর্শ নিতে হবে।
৭. টিকিট কাটার সময়ে শুভ নম্বর বা শুভ দিন মেনেও টিকিট কাটা যেতে পারে।

টিকিট কাটার সময় তাড়াহুড়ো করলে চলবে না। রীতিমতো হোমওয়ার্ক করে তবেই টিকিট কিনতে গেলে।পুরস্কার জেতার সম্ভাবনা বাড়বে। ভালো করে ভেবেচিন্তে টিকিট না কাটলে টাকা জলে পড়ার সম্ভাবনাই বেশি।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements