Lottery Winning Tricks: ধনী হওয়ার শর্টকাট হল লটারির পুরস্কার জেতা। তবে সবাই লটারির কাটলেও জেতে মাত্র কয়েকজনই। কারোর ভাগ্য সঙ্গে থাকে, তো কারোর সঙ্গ দেয় বিশেষ ট্রিক। তবে এই প্রতিবেদনে দেওয়া ট্রিকগুলো অনুসরণ করলে জিততে পারেন লটারির টিকিট এবং রাতারাতি হয়ে যেতে পারেন কোটিপতি।
লটারির পুরস্কার জেতার গোপন রহস্য:
১. লটারি কেনার আগে আপনার মন যে নম্বরটা নিতে চাইবে, সেটাই নেবেন। অনেকজনকেই দেখা গেছে মনের কথা শুনে লটারির পুরস্কার জিতেছেন।
২. আপনি কি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিজের জন্ম তারিখ ও জন্মের বার মনে করেও টিকিট কাটতে পারেন।
৩. লটারি কেনার জন্য নম্বরের সিরিজের দিকে তাকাবেন। সেই সিরিজ যদি ৭, ৯ বা ৬ দিয়ে শুরু হয় টিকিটটি কাটতে পারেন।
৪. আবার লটারি বিজেতাদের বহু জনের টিকিটের নম্বর সিরিজ ১ দিয়ে শুরু হতে দেখা গিয়েছে। তাই এই সিরিজের টিকিটও কাটতে পারেন।
ডিয়ার লটারির ট্রিক:
১. গতকাল জেতা নম্বরগুলো প্রথমেই টিকিট কাটার তালিকা থেকে বাদ দিতে হবে। টিকিট কাটার সময় এদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
২. আপনার যদি কোনো লাকি নম্বর থাকে, সেই নম্বরেও টিকিট কাটতে পারেন।
৩. আপনার জীবনে কি পরিচিত এমন কোনো ব্যক্তি আছে, যিনি কিনা লটারি জিতেছেন? উত্তর যদি হ্যাঁ হয়। তাঁর কাছে লটারি জেতার পরামর্শ নিতে পারেন।
এই সমস্ত ট্রিকগুলো লটারি জেতার পথে এক ধাপে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাকে। তবে লটারির পুরস্কার জেতার বিষয়টা কিন্তু নির্ভর করে আপনার ভাগ্যের উপরেই।