Lottery Winning Tricks: লটারি কীভাবে জেতা সম্ভব? এই প্রশ্ন সবারই মাথায় ঘুরফের করতে থাকে। জানিয়ে রাখি, কিছু পদ্ধতি মেনে চললে লটারির পুরস্কার জেতা যায়। এর জন্য হোমওয়ার্ক করা অবশ্যই জরুরী। কিছু নিয়ম আছে, সেগুলো জেনে নিয়ে বারংবার প্রয়োগ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা যত বেশি, লটারি জেতার সম্ভাবনা ততই বেশি। নিম্নে লটারি জেতার কিছু সহজ উপায় বর্ণনা করা হল (Lottery Winning Tricks)।
কীভাবে লটারি জেতা যায়? (How to win lottery?)
১. লটারির টিকিট কাটার সময়ে টিকিটে থাকা মিডল নম্বর যাচাই করতে হবে। একদিন আগে যে লটারির টিকিট পুরস্কার পেয়েছে, সেটার উপরেও নজর দিতে হবে।
২. বিজেতা টিকিটের মিডল নম্বর বিশ্লেষণ করে প্যাটার্ন বোঝার চেষ্টা করতে হবে। প্যাটার্ন বুঝতে পারলেই সেই অনুযায়ী টিকিট কাটলে লটারি জেতা সম্ভব।
৩. মিডল নম্বর অনুযায়ী টিকিট কাটলে প্রথমে মিডল নম্বরের শেষের দুটি নম্বরকে স্থির রাখতে হবে, তারপরে পরবর্তী দশকের ঘরের নম্বর অনুযায়ী টিকিট কাটা যেতে পারে। এই পদ্ধতি মেনে চললে পুরস্কার জেতা সম্ভব।
৪. কিছু কিছু সময় টিকিট কাটতে গেলে টিকিটের দোকানের প্রতিও খেয়াল রাখতে হবে। টিকিটের দোকানের ধরণ টিকিটের ভাগ্য নির্ধারণ করতে পারে। দোকান বড়ো হলে, সেই দোকানে টিকিটের সংখ্যা বেশি হবে। টিকিটের সংখ্যা বেশি থাকলেই পুরস্কার জেতার সম্ভাবনাও বাড়বে।
৫. একদিনে আগে যে টিকিট জিতেছে সেই টিকিটের মিডল নম্বরের বিপরীত নম্বর বিশিষ্ট টিকিট কিনতে হবে।
লটারি জেতার উল্লিখিত কৌশল মেনে চললে পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যাবে। তবে ভাগ্য সহায় থাকলে তবেই শেষ পর্যন্ত লটারি জেতা সম্ভব।