Lottery Winning Tricks: যাঁরা নিয়মিত লটারির কেনেন, তাঁরা ডিয়ার লটারি (Dear Lottery) নামের সঙ্গে ইতিমধ্যে পরিচিত। এই লটারির পুরস্কার একবার জিততে পারলেই রাতারাতি কোটি টাকার মালিক হওয়া যায়। বহু মানুষ নিয়মিতরূপে এই টিকিট কেনেন, কিন্তু জিততে পারবেন শুধুমাত্র কয়েকজনই। বাকিদের মনে প্রতিনিয়তই প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি তাঁরা West Bengal Dear Lottery কোনোদিনই জিততে পারবে না। এক্ষেত্রে জানিয়ে রাখি, কিছু বিশেষ টিপস আছে (Lottery Winning Tricks), যেগুলো মেনে চললে ডিয়ার লটারির পুরস্কার জেতার সম্ভাবনা একধাপে অনেকটা বেড়ে যাবে। আজকের প্রতিবেদনে এই টিপসগুলোই শেয়ার করা হল (Lottery Winning Tricks)।
লটারির টিকিট কাটার টিপস(Lottery Winning Tricks)
১. বহু মানুষই শুভ ক্ষণ, শুভ বার ও শুভ দিনে বিশ্বাস রাখেন। আপনিও যদি বিশ্বাস রেখে থাকেন তাহলে লটারির টিকিট কাটার ঠিক আগে জ্যোতিষবিদদের কাছে গিয়ে শুভ ক্ষণ, শুভ বার ও শুভ দিন জেনে নিতে পারেন।
২. আপনি যেদিন লটারির টিকিট কাটতে যাবেন, সেটার ঠিক আগের দিন আপনাকে মনোযোগ সহকারে বিজেতা লটারিগুলোর নম্বরের উপরে নজর রাখতে হবে। পরের দিন টিকিট কাটার সময় বিজেতা নম্বরের টিকিটগুলো প্রথমেই কেনার তালিকা থেকে বাদ দিতে হবে।
৩. কোনো বিশেষ টিকিট যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে সেটা কিনতে পারেন।
৪. বহু মানুষের শুভ সংখ্যা থাকে। আপনারও যদি থেকে থাকে সেই সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে পারেন। এক্ষেত্রেও পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।
৫. খোঁজ নিয়ে দেখুন আপনার পরিচিত মহলে কেউ লটারির পুরস্কার জিতেছেন কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে তাঁর কাছে লটারির টিকিট কাটার ব্যাপারে পরামর্শ নিতে পারেন। হতে পারে আপনি তাঁর পরামৰ্শ মতো চলে টিকিট কিনলে পুরস্কার জিতে যাবেন।
৬. পরিচিত কেউ যদি প্রায়শই লটারির পুরস্কার জিতে থাকেন। আপনি তাঁর সঙ্গে যৌথভাবে লটারির টিকিট কিনতে পারেন। হতে পারে তাঁর ভাগ্যের সঙ্গে যুক্ত হয়ে আপনিও লটারির পুরস্কার জিতে ফেলবেন।
কেনার আগে অবশ্যই কে কত টাকা নেবে, সেটা ঠিক করে নিতে হবে। নয়তো হঠাৎ করে লটারির পুরস্কার জিতে গেলে টাকা বাটোয়ারা নিয়ে দুইজনের মধ্যে বিবাদ দেখা দিতে পারে।
এই প্রতিবেদন লটারি জেতার ১০০% গ্যারেন্টি দেয় না। তবে উল্লিখিত টিপসগুলো লটারির পুরস্কার জেতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করতে পারে।
[Disclaimer: এই প্রতিবেদন লটারির টিকিট কেনার জন্য প্ররোচনা দেয় না। এখানে শুধুমাত্র প্রচলিত কিছু টিপস শেয়ার করা হয়েছে।]