রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Millipedes Repellent Tips: বাড়ি থেকে চিরতরে কেন্নো দূর করার সহজ ও ঘরোয়া টিপস

Millipedes Repellent Tips: বর্ষাকালে মানেই বাড়িতে একাধিক পোকামাকড়ের উপদ্রব। এই তালিকায় সবার আগে থাকতে দেখা যায় কেন্নোকে। দেওয়াল হোক বা মেঝে চারিদিকে চরে বেড়াতে দেখা যায়। আপনি যদি এই পোকার…

Advertisements

Millipedes Repellent Tips: বর্ষাকালে মানেই বাড়িতে একাধিক পোকামাকড়ের উপদ্রব। এই তালিকায় সবার আগে থাকতে দেখা যায় কেন্নোকে। দেওয়াল হোক বা মেঝে চারিদিকে চরে বেড়াতে দেখা যায়। আপনি যদি এই পোকার থেকে মুক্তি পেতে চান, প্রয়োগ করতে পারেন নিম্নে দেওয়া পদ্ধতিগুলি। এই প্রতিবেদনে কেন্নো তাড়ানোর উপায় সংক্ষেপে বর্ণনা করা হল।

(Millipedes Repellent Tips) কেন্নো তাড়ানোর উপায়:

১. ফাঁদ পাততে হবে: কেন্নো ধরার ফাঁদ তৈরি করতে হবে। এর জন্য জলের বোতল, সেলোটেপ, লম্বা স্ট্র ও পাকা ফলের কয়েকটি টুকরো নিতে হবে। এই টুকরো পাকা ফলগুলো জলের বোতলটিতে ভরে নিয়ে এই বোতলে স্ট্রটিকে ১-২ ইঞ্চির মতো ঢোকাতে হবে। স্ট্রটি বোতলে ঢোকানো হয়ে গেলে সেটিকে সেলোটেপের সাহায্যে আটকে দিতে হবে। এরপরে বোতলটিকে মাটিতে শুইয়ে রেখে দিতে হবে। এর ভিতরে কেন্নো গেলেই আর বাইরে আসতে পারবে না।

Advertisements

Millipedes Repellent Tips

২. বাড়িতে আদ্রতা কমাতে হবে: বাড়ির মধ্যে আদ্র স্থান থাকলে সেখানে কেন্নোর আনাগোনা বেশি থাকে। আর তাই বাড়িতে দেওয়াল, মেঝে প্রভৃতি যতটা সম্ভব আদ্রতামুক্ত রাখার চেষ্টা করতে হবে। বাতাস চলাচলের ব্যবস্থা ভালো রাখতে হবে এবং বাড়িতে রোদ প্রবেশেরও পথ খোলা রাখতে হবে। বাড়িতে স্যাঁতস্যাঁতেভাব না থাকলেই কেন্নোর আনাগোনা কমে যাবে।

Millipedes Repellent Tips

৩. ডায়াটোমেশিয়াস আর্থ পাউডার: কেন্নো মারতে চাইলে ডায়াটোমেশিয়াস আর্থ পাউডার ব্যবহার করা যেতে পারে। কেন্নোর শরীরে এই পাউডার লাগলে কেন্নোর শরীর শুকিয়ে যাওয়ার কারণে মারা যায়। উল্লেখ্য, এই পাউডারের সংস্পর্শে অন্যান্য পোকামাকড় থেকেও পরিত্রাণ পাওয়া যায়।

Millipedes Repellent Tips

৪. বোরিক অ্যাসিড: কেন্নো এর সংস্পর্শে এলে হজম ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর তাই এটি কেন্নো তাড়ানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বাড়ির আদ্রতাযুক্ত জায়গাগুলোতে এটি ছড়িয়ে রাখলে কেন্নো আর আসবে না।
৫. ফাটল জায়গাগুলো ভরাট করতে হবে: বাড়ির কোনো জায়গা ফাটল অবস্থায় রাখা যাবে না। সেটা মেঝে হোক বা দেওয়াল, মেরামত করাতে হবে। জলের পাইপেও যদি ফাটল থাকে তা ঠিক করিয়ে নিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements