Mole Removal Tips: শরীরে তিল বা আঁচিল আছে? সেই তিল বা আঁচিল মুছে ফেলতে চান? এই দুই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন। কারণ, এই প্রতিবেদনে ঘরোয়া উপায়ে তিল ও আঁচিল মুছে ফেলার কিছু উপায় তুলে ধরা হয়েছে (Mole Removal Home Remedies)।
(Mole Removal Tips) তিল বা আঁচিল ঘরোয়া উপায়ে মুছে ফেলার উপায়
১. নারকেল তেল: নারকেল তেল শরীর থেকে তিল মুছে ফেলতে পারে। এরজন্য তিল বা আঁচিলের উপরে উপরে নারকেল তেল লাগিয়ে মালিশ করতে হবে। বিরতি না দিয়ে নিয়মিতভাবে করতে থাকলে একসময় তিল বা আঁচিলের রং হালকা হয়ে মুছে যাবে।
২. তিসি ও মধু: আঁচিল তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে তিসি ও মধু। এর জন্য একটি পাত্রে ফ্লেক্স সিড অয়েল অর্থাৎ তিসির তেল নিতে হবে। এই তেলের সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সম্পন্ন মধু মিশিয়ে ত্বকে লাগালে কার্যকরী ফল পাওয়া যাবে।
৩. হলুদ ও মধু: ত্বক ভালো রাখতে মধুর জুড়ি নেই। এদিকে হলুদের বিভিন্ন গুণ ত্বককে ভালো রাখতে সাহায্য করে। একটি বাটিতে ১ চিমটি হলুদ ও ১ চা চামচ মধু মেশাতে হবে। এই মিশ্রণ আঁচিলের উপরে লাগিয়ে ১৫ মিনিটের মতো রেখে দিয়ে গরম জল ব্যবহার করে ধুয়ে ফেলতে হবে।
৪. অ্যালোভেরা: শরীর থেকে তিল বা আঁচিল দূর করতে সাহায্য করতে পারে অ্যালোভেরা জেল। একটি পাত্রে চুনের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে সেটা মুখে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হবে। এমনটা করলে আঁচিল ও তিল দূর হয়।
৫. অ্যাপেল সাইডার ভিনিগার: আঁচিল দূর করার ক্ষমতা রাখে অ্যাপেল সাইডার ভিনিগার। এই ভিনিগারে একটি তুলো ডুবিয়ে তিলে লাগাতে হবে। প্রত্যেকদিন অন্তত ৩ বার করে করতে হবে। এই নিয়ম মেনে চললে কয়েকদিনের মধ্যেই পার্থক্য নজরে পড়বে।