Mole Repellent Tips: ছুঁচো নামক প্রাণীটি আশপাশ দিয়ে পেরোলেও চারিদিক দুর্গন্ধে ভরে যায়। অনেকের বাড়িতে প্রবেশ করেও জীবন নাজেহাল করে রেখে দেয় ছুঁচো। অনেক সময়ে ছুঁচোর উপদ্রব থেকে বাঁচতে কীটনাশক ব্যবহার করলেও পরিত্রাণ পাওয়া যায় না। আপনাকেও যদি এই ধরণের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বাড়িতে প্রয়োগ করতে পারেন কিছু ঘরোয়া সহজ উপায়। নিম্নে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
ছুঁচো তাড়ানোর ঘরোয়া টোটকা (Learn Mole Repellent Tips)
১. লবঙ্গ: লবঙ্গের গন্ধ সহ্য করার ক্ষমতা ছুঁচোর একদমই নেই। গন্ধ পাওয়া মাত্রই ছুঁট দেয় ছুঁচো। যেখানে ছুঁচো বেশি আসে, সেখানে লবঙ্গ কাপড়ে মুড়ে রাখলেই কিছুদিনের মাথায় ভালো ফল পাওয়া যাবে।
২. পেঁয়াজ: ছুঁচোর কাছে পেঁয়াজের গন্ধ অসহ্যকর। আর তাই এই বাড়ির প্রত্যেক কোণে পেঁয়াজ কেটে রাখলে ছুঁচো আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে।
৩. ট্যালকম পাউডার: এই পাউডার ব্যবহার করলে পাওয়া যেতে পারে কার্যকরী ফল। যে স্থানে ছুঁচোর আনাগোনা রয়েছে, সেখানে ট্যালকম পাউডার ছড়াতে হবে। আগামী ১-২ দিনের মধ্যে আর ছুঁচোর দেখা পাওয়া যাবে না।
৪. ন্যাপথলিন: ন্যাপথলিন শুধুমাত্র পোকামাকড়ই তাড়ায় না, ছুঁচো তাড়াতেও সাহায্য করে।
৫. গোলমরিচের গুঁড়ো: গোলমরিচের ঝাঁঝ ছুঁচোর কাছে অসহ্যকর। এটি ভুলেও যদি এদের শ্বাসনালীতে প্রবেশ করে, এদের ফুসফুস প্রভাবিত হয়। গোলমরিচের গুঁড়োর প্রভাবে সংকুচিত হয়ে যায় এদের ফুসফুস।
৬. লাল লঙ্কার গুঁড়ো: জলে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ বাড়ির সর্বত্র ছিটিয়ে দিতে হবে। ছুঁচো সহ একাধিক পোকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
৭. বেকিং পাউডার: বাড়ির যে অংশে ছুঁচো বেশি যাওয়া-আসা করে, সেখানে বেকিং পাউডার ছড়িয়ে দিলে কার্যকরী ফল পাওয়া যাবে। রাতে ছড়িয়ে সকালে ধুয়ে পরিষ্কার করতে হবে।
৮. খাঁচা: রুটি বা পাউরুটির টুকরো নিয়ে খাঁচায় রেখে দিতে হবে। ছুঁচো প্রবেশ করলেই বন্ধ করে দিতে হবে। এই খাঁচা দূরে কোথাও ফেলে দিলেই পাওয়া যাবে ছুঁচোর উপদ্রব থেকে মুক্তি।