Mosquito Repellent Tips: বর্ষায় মশার উপদ্রব খুবই বেড়ে যায়। এই মশা একাধিক রোগ বয়ে আনে। এমনকি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগেও আক্রান্ত হতে পারে মানুষ। ঘরোয়া কিছু টোটকা অবলম্বন করলেই বাড়ি থেকে মশা তাড়ানো সম্ভব। নিম্নে এই নিয়ে আলোচনা করা হল।
(Mosquito Repellent Tips) মশা তাড়ানোর সহজ উপায়:
১. মশাদের সাধারণত হলুদ আলো থেকে দূরে থাকতে দেখা যায়। তাই মশার উৎপাত কম করতে চাইলে বাড়ির সাদা আলোয় জড়িয়ে দিতে পারেন হলুদ সেলোফেন পেপার। দেখবেন বাড়িতে মশা তুলনামূলক কম আসছে। এছাড়াও, বাগ লাইট বা এলইডি লাইটও ব্যবহার করা যেতে পারে।
২. গাঢ় রঙের পোশাক পরে চললে মশা বেশি আকৃষ্ট হয়। তাই মশা থেকে বাঁচতে চাইলে কালো, লাল বা নীল রঙের পোশাক পরা যাবে না। এই রং বাদে অন্য রঙের পোশাক পরা যেতে পারে।
৩. নিম তেল ব্যবহার করা যেতে পারে। নিম তেল মশার কামড় থেকে শরীরকে রক্ষা করায় কাজে লাগতে পারে।এই নিম তেল তৈরি করার জন্য একটি পাত্রে নারকেল তেল ও নিম তেল মিশিয়ে নিয়ে হবে। এই মিশ্রিত তেল গায়ে মেখে নিলে মশা কামড়াবে না।
৪. মশার উপদ্রব থেকে বাঁচতে লেবু ও লবঙ্গ কাজে লাগতে পারে। এর জন্য একটি লেবু কেটে নিয়ে সেটাতে লবঙ্গ গুঁজে দিতে হবে। এই লেবুকে একটি পাত্রে রেখে সেই পাত্র বাড়ির একদিকে রেখে দিতে হবে।
৫. তুলসী পাতা ও পুদিনার কামালে মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। একটি গ্লাসে জল নিয়ে সেই জলে পুদিনা পাতা ও তুলসী পাতা ডাইনিং টেবিলে বা ঘরের কোনো এক কোণে রেখে দিতে হবে। কিছুদিন অন্তর অন্তর জল বদলে দিতে হবে।
৬. বাড়িতে ল্যাভেন্ডার, সিট্রানেল্লা, গাঁদা ও লেমনগ্রাস গাছ লাগালে মশা ধারে কাছে ঘেঁষবে না।
৭. নিশিন্দা, ধুনো ও নিমপাতার গুঁড়ো পোড়ালে মশা বাড়ি থেকে পালায়।
৮. কর্পূর জালিয়েও মশার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।
৯. জলে রসুনের রস মিশিয়ে ঘরে স্প্রে করলেও মশা দূরে থাকে।
১০. জল ও কেরোসিন তেল মিশিয়ে সেই মিশ্রণ স্প্রে করলেও কাজে লাগতে পারে।
১১. বাড়ির আশপাশ নোংরা থাকলে মশার উৎপাত বাড়ে। তাই বাড়ির কাছে কোথাও জল জমা থাকলে তা পরিষ্কার করতে হবে।