রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Phone Cover Cleaning Tips: ফোনের কভারের হলদে দাগ দূর করার সহজ ও ঘরোয়া উপায়

Phone Cover Cleaning Tips: ফোনকে বিভিন্ন রকমের আঘাত থেকে রক্ষা করার জন্য সাধারণত মানুষ ফোন কভার ব্যবহার করে থাকে। কেউ আবার ফোনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যেও ফোনের কভার লাগিয়ে থাকেন।…

Advertisements

Phone Cover Cleaning Tips: ফোনকে বিভিন্ন রকমের আঘাত থেকে রক্ষা করার জন্য সাধারণত মানুষ ফোন কভার ব্যবহার করে থাকে। কেউ আবার ফোনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যেও ফোনের কভার লাগিয়ে থাকেন। একটা নির্দিষ্ট সময় পরে এই ফোনের কভারে অনেক সময়েই হলুদাভ দাগ দেখতে পাওয়া যায়, যা কভারটির সৌন্দর্য কমিয়ে দেয়। আজকের প্রতিবেদনে ফোনের কভার ঝকঝকে পরিষ্কার করার সহজ ও ঘরোয়া উপায় বর্ণনা করা হল। (How to clean phone cover home remedies?)

ফোনের কভার থেকে হলদে দাগ দূর করার ঘরোয়া উপায় (Phone Cover Cleaning Tips)

● বেকিং সোডা ব্যবহার করে:

Advertisements

Phone Cover Cleaning Tips

১. ফোনের কভার থেকে ফোন বের করে নিয়ে সেই কভারটি সিঙ্কের উপরে মেলে রাখা তোয়ালের উপরে রাখতে হবে। কভারের নোংরা দিকটি যেন উপরের দিকে থাকে, খেয়াল রাখতে হবে।
২. পুরো কভারটিকে বেকিং সোডা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে।
৩. একটি টুথব্রাশ নিয়ে জলে ভেজাতে হবে। এই টুথব্রাশকে বৃত্তাকারে হালকা চাপ দিয়ে (বেশি চাপ দিলে দাগ হয়ে যাবে) ফোন কভারের উপরে ঘুরিয়ে ময়লা পরিষ্কার করতে হবে। এরপরে জল দিয়ে ধুয়ে দিতে হবে।
৪. ঘষার ও ধোয়ার প্রক্রিয়া কয়েকবার রিপিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত হলদে দাগগুলো উঠে যায়। দাগ উঠে গেল শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।

● ডিসওয়াশার লিকুইড সাবান ব্যবহার করে:

Phone Cover Cleaning Tips

১. একটি পাত্র নিয়ে সেটাতে ২-৩ ফোঁটা লিকুউড ডিসওয়াশার সাবান নিতে হবে। এতে এক কাপ গরম জল মেশাতে হবে।
২. এরপরে ফোনের কভার থেকে ফোন আলাদা করে কভারটিকে সেই পাত্রে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।
৩. একটি টুথব্রাশ নিয়ে কভারটির দাগযুক্ত জায়গাগুলো বৃত্তাকারে ভালো করে ঘষতে হবে।
৪. দাগগুলো পরিষ্কার করা হয়ে গেলে জল ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে।
৫. এই কাজটি প্রত্যেক সপ্তাহে একবার করলেই ফোনের কভার ঝকঝকে হয়ে থাকবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements