Rat Repellent Tips: ইঁদুরের উৎপাত নেই, এমন বাড়ি হয়তো খুঁজে পাওয়া মুশকিল কমবেশি প্রায় সবাইকেই ইঁদুরের উপদ্রব সহ্য করতে হয়। এদের জ্বালায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। কীটনাশক ব্যবহার করার পরেও যদি এদের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়নি, অনুসরণ করতে পারেন এই প্রতিবেদনে দেওয়া উপায়গুলি।
(Rat Repellent Tips) না মেরে ইঁদুর তাড়ানোর উপায়:
১. বাড়িতে আগত ইঁদুরকে যদি বাড়ি দূরে কোথাও পৌঁছে দিতে চান, ব্যবহার করতে পারেন ইঁদুরের খাঁচা। এই খাঁচা অনায়াসে বাজারে কিনতে পাওয়া যায়। কোনো খাবারের লোভ দেখিয়ে ইঁদুরকে এই খাঁচায় বন্দি করতে পারলেই হল, এরপরে বাড়ি থেকে ক্রোশ দূরে ইঁদুরটিকে ছেড়ে চলে আসতে পারেন।
২. ইঁদুরের কাছে পেঁয়াজ অসহ্যকর। বাড়ির প্রত্যেক কোণায় পেঁয়াজ রাখলে ইঁদুর ঘর থেকে ছুঁটে বেরিয়ে যাবে।
৩. একটি বোতলে প্রথমে জল নিতে হবে। এই জলে মেশাতে হবে লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে মেশানো হয়ে গেলে পুরো ঘরে ছিটিয়ে দিতে হবে। এমনটা করলে ইঁদুরের পাশাপাশি পোকাও বাড়ি থেকে বিদায় নেবে।
৪. ইঁদুর গোলমরিচের গুঁড়ো সহ্য করতে পারে না। এই মশলার ঝাঁঝ ইঁদুরের শ্বাসনালীকে স্বাভাবিক থাকতে দেয় না। এই গুঁড়োর প্রভাবে ইঁদুরের ফুসফুস সংকুচিত হয়ে যায়।
৫. গোলমরিচ ও পেঁয়াজের পাশাপাশি কাজে লাগতে পারে লবঙ্গও। বাড়িতে যে স্থানে ইঁদুর যাতায়াত করে সেখানে লবঙ্গর গুঁড়ো ছড়িয়ে দিলে ইঁদুরের আনাগোনা কমে যাবে।
৬. ইঁদুর তাড়ানোর কাজে ভালো ফল দিতে পারে এসেনশিয়াল অয়েল। এর তীব্র গন্ধ ইঁদুরের কাছে অসহ্যকর।
৭. ইঁদুর বাড়িতে যেখানে একটু বেশি যাওয়া-আসা করে সেখানে রাতে বেকিং পাউডার ছড়িয়ে সকালে ধুয়ে ফেলতে হবে।
৮. বাড়িতে যেখানে ইঁদুরের আনাগোনা বেশি সেখানে ট্যালকম পাউডার ছড়িয়ে রাখলে ইঁদুর আসা বন্ধ করে দেবে।
৯. ইঁদুর তাড়াতে ন্যাপথলিন ব্যববার করা যেতে পারে। এটি জামাকাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার পাশাপাশি ইঁদুরের আক্রমণ থেকেও বাঁচায়।
এইসব টোটকা অনুসরণ করার পাশাপাশি বাড়ি পরিষ্কার রাখা বাধ্যতামূলক। কারণ, নোংরা স্থানেই ইঁদুর বেশি যাতায়াত করে।