Rat Repellent Tips: ইঁদুরের উপদ্রব সহ্য করতে হয়নি, এমন মানুষের সংখ্যা খুবই কম। কমবেশি প্রায় সবার বাড়িতে ইঁদুরের আনাগোনা থাকে। অনেক সময়ে বাজারের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের উৎপাত থেকে মুক্তি পাওয়া যায় না। আপনাকেও যদি এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তাহলে আপনি এই প্রতিবেদনে পেশ করা টোটকাগুলি অনুসরণ করে দেখতে পারেন। বহু ক্ষেত্রেই এই টোটকাগুলোর প্রয়োগে কার্যকরী ফল পাওয়া গিয়েছে।
বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর সহজ উপায়:
১. পেঁয়াজ ও লঙ্কা: বাড়ি থেকে ইঁদুর দাঁড়াতে চাইলে ব্যবহার করতে পারেন লঙ্কা ও পেঁয়াজ। এরজন্য প্রথমে একটি বোতল নিতে হবে। এই বোতলে পেঁয়াজের পেস্ট বা কুঁচি দিয়ে যোগ করুন লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে বোতলটিকে রেখে দিন। এমনটা করলে ইঁদুরের উপদ্রব থেকে তো মুক্তি পাওয়া যাবেই। সঙ্গে নানান রকমের পোকাও মরতে দেখা যাবে।
২. গোলমরিচের গুঁড়ো: রাত হলেই রান্না ঘর থেকে দুড়ুমদাড়াম শব্দে জিনিসপত্র পড়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। ইঁদুরের উৎপাতে বহু কাঁচের থালা-বাটি নষ্ট হতে দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে গোলমরিচের গুঁড়ো নিয়ে তা রান্নাঘরে ছড়িয়ে দিতে হবে। এই মশলার গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। এই গুঁড়ো কোনো রকমে ইঁদুরের নাকে প্রবেশ করে ফেললে ইঁদুরের অবস্থা খারাপ যায়।
৩. লবঙ্গ গুঁড়ো: একটি ঘরোয়া পড়ে থাকা বা ব্যবহৃত কাপড়ের টুকরো নিতে হবে। এই কাপড়ের টুকরোতে লবঙ্গের পেস্ট রেখে কাপড়ের মুখ বেঁধে দিয়ে তা নালির মুখে রেখে দিতে হবে। এক্ষেত্রে থেঁতলানো লবঙ্গও ব্যবহার করা যেতে পারে। এটা সহ্য করতে না পেরে ইঁদুর পালিয়ে যাবে।
৪. শুকনো লঙ্কা থেঁতো: শুকনো লঙ্কা থেঁতো করে বাড়ির নালির মুখে রেখে দিলে ধীরে ধীরে বাড়িতে ইঁদুরের আনাগোনা কমে যেতে দেখা যাবে।
৫. পুদিনা পাতা: দাবি করা হয়, ইঁদুর পুদিনা পাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই আপনার বাড়িতে যদি পুদিনা গাছ থাকে, আপনি এর কিছুটা অংশ কেটে নিয়ে বাড়ির জানালার কাছে রেখে দিতে পারেন। এমনটা করলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে।