রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Rat Repellent Tips: বিষ ছাড়াই বাড়ি থেকে চিরতরে ইঁদুর দূর করার সহজ ও ঘরোয়া উপায়

Rat Repellent Tips: ইঁদুরের উৎপাত প্রায় প্রত্যেক বাড়িকেই সহ্য করতে হয়। কোনো কোনো বাড়িতে ইঁদুরের আনাগোনা এতই বেড়ে যায় যে, বাড়ির বাসিন্দাদের ঘুম উড়ে যায়। রাতের বেলায় রান্নাঘরের লাইট অফ…

Advertisements

Rat Repellent Tips: ইঁদুরের উৎপাত প্রায় প্রত্যেক বাড়িকেই সহ্য করতে হয়। কোনো কোনো বাড়িতে ইঁদুরের আনাগোনা এতই বেড়ে যায় যে, বাড়ির বাসিন্দাদের ঘুম উড়ে যায়। রাতের বেলায় রান্নাঘরের লাইট অফ করলেই দুরুমদাড়াম শব্দে জিনিস পড়তে শোনা যায়। কখনও কখনও কাঁচের বাসনপত্রও পড়ে ভেঙে যেতে দেখা যায়। ফলে ইঁদুরের উপদ্রবে মানুষের জীবন জেরবার হওয়ার অবস্থা। অনেকেই ব্লিচিং পাউডার, স্প্রে ও কীটনাশক ব্যবহার করেন। এক্ষেত্রে কিছুদিনের মতো আরাম পাওয়া গেলেও আবার ইঁদুর দেখতে পাওয়া যায়।

Rat Repellent Tips

Advertisements

ইঁদুরের উৎপাতে যদি আপনারও বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে, অনুসরণ করতে পারেন এই প্রতিবেদনে পেশ করা বিশেষ কিছু ঘরোয়া টোটকা। এগুলো মেনে চললে ইঁদুরকে না মেরেই ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

Rat Repellent Tips

(Rat Repellent Tips) বিষ ব্যবহার না করেও ইঁদুর তাড়ানোর উপায়:

Rat Repellent Tips

১. গোলমরিচের গুঁড়ো: হাতে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে সেটা বাথরুম ও রান্না ঘরে ছড়িয়ে দিতে হবে। এই গুঁড়োর গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। তাই যে রুমে এই গন্ধ থাকবে সেই রুমে ইঁদুর পা দেওয়ার সাহস করবে না।
২. লাল লঙ্কার গুঁড়ো: লাল লঙ্কা গুঁড়োর ঝাঁঝ ইঁদুরের কাছে অসহনীয়। একটি বোতলে পেঁয়াজের রস নিয়ে সেটাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রাতের অন্ধকারে স্প্রে করে দিতে হবে। ইঁদুর আসা বন্ধ করে দেবে।

Rat Repellent Tips

৩. গোটা লবঙ্গ: গোটা লবঙ্গ নিয়ে ভালো করে থেঁতো করতে হবে। এই থেঁতো লবঙ্গকে একটি কাপড়ে বেঁধে পুঁটলি তৈরি করতে হবে। সেই পুঁটলি বাড়ির ড্রেনের মুখে সামনে রেখে দিলে ইঁদুর আর বাড়িতে প্রবেশ করতে পারবে না।
৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা: বাড়িতে ইঁদুরের উপদ্রব কমাতে চাইলে বাড়িঘর অবশ্যই নিয়মিতরূপে পরিষ্কার রাখতে হবে। ড্রেন নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখতে হবে। ড্রেনের সামনে কিছু যেন জমে না থাকে। ড্রেন যখন ব্যবহার করা হয় না, তখন এর মুখ বন্ধ করে দিতে হবে।
৫. সুরক্ষা: আটা, ময়দা, ডাস্টবিন প্রভৃতির ডিব্বার মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। প্লাস্টিকের বদলে ধাতুর মুখবন্ধ পাত্র ব্যবহার করতে হবে। সবজি খোলা জায়গায় রাখলে চলবে না। যেগুলো ফ্রিজে রাখা যায়, সেগুলো ফ্রিজে রেখে দিতে হবে। জিনিসপত্র সুরক্ষিত করলে ইঁদুর কিছু না পেলে আনাগোনা কমিয়ে দিতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements