রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

চাল থেকে পোকা দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Rice Beetle Removal Tips: অনেকে অল্প অল্প করে বাড়ির রেশন আনার পরিবর্তে বাজারে গিয়ে পুরো মাসের রেশন আনতে পছন্দ করেন। কিন্তু রাখার কিছুদিনের মধ্যে পোকার হামলা দেখা দেয় চাল, ডাল,…

Advertisements

Rice Beetle Removal Tips: অনেকে অল্প অল্প করে বাড়ির রেশন আনার পরিবর্তে বাজারে গিয়ে পুরো মাসের রেশন আনতে পছন্দ করেন। কিন্তু রাখার কিছুদিনের মধ্যে পোকার হামলা দেখা দেয় চাল, ডাল, আটা প্রভৃতির পাত্রে। কী করলে এই পোকা থেকে বাঁচা সম্ভব? এ কথা ভেবে ভেবে অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। তবে এবার আর চিন্তা করার দরকার নেই। কারণ, আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল। (How to get rid of from rice bugs?)

Rice Beetle Removal Tips

চাল-ডাল-আটাকে পোকা থেকে বাঁচানোর উপায়(TRice Beetle Removal Tips)

১. প্রয়োজনীয় পাতা- চাল, ডাল ও আটাকে পোকার আক্রমণ থেকে বাঁচাতে চাইলে ব্যবহার করা যেতে পারে তেজপাতা। এটি বাঙালিদের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। তাই এটি ব্যবহার করলে বাজার থেকে দামী কোনো রাসায়নিক কিনে আনার দরকার পড়বে না।

Advertisements

২. ব্যবহার করার কারণ- তেজপাতা চাল, ডাল ও আটা থেকে পোকা দূরে রাখতে সাহায্য করে। তেজপাতার গন্ধ খুবই তীব্র। আর এই কারণেই এই পাতা একাধিক রান্নায় ব্যবহার করা হয়। মানুষ যেখানে তেজপাতার গন্ধের জন্য এই পাতার কদর করে, সেখানে পোকারা আবার তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। পোকাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাইস বাগস থেকে মুক্তি পাওয়া যায়।

Rice Beetle Removal Tips

৩. যা করতে হবে- রান্না ঘরে চাল, ডাল ও আটা সবকিছুই ভিন্ন ভিন্ন পাত্রে রাখা হয়। এই পাত্রগুলোই এবার কাজে লাগবে। খেয়াল রাখতে হবে যে, পাত্রগুলো যেন ঢাকনাযুক্ত হয়। এর পরে কী কী করতে হবে? সবটাই নিম্নে আলোচনা করা হল।
● পাত্রগুলোতে/কৌটায় (চাল, ডাল ও আটার পাত্রে) তেজপাতা দিয়ে দিতে হবে। খুব বেশি না, দুটো দিলেই চলবে। পোকাদের হুড়মুড়িয়ে পালাতে দেখা যাবে।
● ময়দার কৌটোতে একটি কাপড় রাখতে হবে। এই কাপড়ের মধ্যে লবঙ্গ ও তেজপাতা রেখে দিলে পোকাদের আর ময়দার কৌটায় দেখা যাবে না।
● পেঁয়াজ ও তেজপাতা পুড়িয়ে রান্নাঘরের দরজায় রাখতে হবে। এই কাজটি করলে পুরো রান্নাঘরে পা দেওয়ার সাহস থাকবে পোকাদের, কোনো নির্দিষ্ট খাবারে আক্রমণ করা তো দূরের কথা।
● টবে থাকা গাছকে পিঁপড়ের আক্রমণ থেকে বাঁচাতে তেজপাতা ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে কিছুই করতে হবে না। টবে তেজপাতা রাখলেই কাজ হয়ে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements