রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Snake Repellent Tips: বাড়ি থেকে চিরতরে সাপ দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Snake Repellent Tips: বর্ষাকালে গাছগাছালির সংখ্যা আরও বেড়ে যায়। পাল্লা দিয়ে বাড়ে সাপের উপদ্রবও। অনেকেই আতঙ্কিত হয়ে সাপকে মেরে ফেলার চেষ্টা করেন। এর মধ্যে অনেকেই সাপকে মেরে ফেলার বদলে তাড়াতে…

Advertisements

Snake Repellent Tips: বর্ষাকালে গাছগাছালির সংখ্যা আরও বেড়ে যায়। পাল্লা দিয়ে বাড়ে সাপের উপদ্রবও। অনেকেই আতঙ্কিত হয়ে সাপকে মেরে ফেলার চেষ্টা করেন। এর মধ্যে অনেকেই সাপকে মেরে ফেলার বদলে তাড়াতে বিশ্বাস করেন। মহাদেব ও মনসার বাহন বলেই বহু মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেউ কেউ সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড বা অন্য কীটনাশক ব্যবহার করে থাকেন। কিন্তু সর্বদাই এই পথ অবলম্বন করার পরে আশানুরূপ ফল পাওয়া যায় না। কার্বলিক অ্যাসিড থেকে দূরত্ব বজায় রেখে সাপকে না মেরেও কীভাবে সাপ তাড়ানো যেতে পারে, তা নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

সাপ না মেরে সাপ তাড়ানোর উপায়:

Advertisements

Snake Repellent Tips

১. কোনো ব্যক্তি যদি নিজের বাড়ির চারিদিকে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখেন, তাহলে সাপের আসার সম্ভাবনা কমে যায়।
২. অন্ধকারের মধ্যে হাততালি দিলে বা পায়ের আওয়াজ করলে সাপ কম আসে।
৩. আপনার কাছে যদি কার্বলিক অ্যাসিড না থাকে, তাহলে ব্যবহার করতে পারেন সালফারের গুঁড়ো। এটিও বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে ভালো ফল পাওয়া যায়।

Snake Repellent Tips

৪. একটি রসুন নিতে হবে এবং ভালো করে থেঁতো করতে হবে। এই থেঁতলানো রসুন পাত্রে নিয়ে এতে সর্ষের তেল মেশাতে হবে। তেল ও রসুনের মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিতে হবে। এরপরে এই মিশ্রণ ঘরের চারিদিকে স্প্রে করে দিলেই আর সাপ বাড়িতে আসবে না।
৫. বর্ষাকালে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় অনেক সময়ই জল জমতে দেখা যায়। এই জল জমা এলাকায় ভিনিগার ছড়িয়ে রাখলে সাপের আনাগোনা কমে যায়।

Snake Repellent Tips

৬. আপনার কাছে যদি কার্বলিক অ্যাসিড না থাকে, তাহলে ন্যাপথলিন গুঁড়োও ব্যবহার করতে পারেন।
৭. এছাড়াও বাড়ির চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখা যেতে পারে। এমনটা করলে পোকামাকড় ও সাপের উৎপাত, সমস্ত সমস্যা থেকেই মুক্তি পাওয়া যাবে।

ঘরোয়া টোটকাগুলো তখনই ভালো করে কাজে লাগে, যদি বাড়িয়ে আশপাশ পরিষ্কার থাকে। কারণ, ঝোপঝাড় ও অপরিস্কার জায়গাতেই সাপ বেশি যাওয়া আসা করে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements