রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Spider Repellent Tips: বাড়ি থেকে চিরতরে মাকড়শা দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Spider Repellent Tips: অনেকের বাড়িতেই মাকড়শার উপদ্রব দেখা যায়। মাকড়শা তাড়াতে সাধারণত মানুষ কীটনাশক ব্যবহার করে থাকেন। তবে কীটনাশক ব্যবহার করার পরেও যদি প্রত্যাশিত ফল না পান, তাহলে নিম্নে দেওয়া…

Advertisements

Spider Repellent Tips: অনেকের বাড়িতেই মাকড়শার উপদ্রব দেখা যায়। মাকড়শা তাড়াতে সাধারণত মানুষ কীটনাশক ব্যবহার করে থাকেন। তবে কীটনাশক ব্যবহার করার পরেও যদি প্রত্যাশিত ফল না পান, তাহলে নিম্নে দেওয়া টোটকাগুলো বাড়িতে প্রয়োগ করে দেখতে পারেন।

মাকড়শা তাড়ানোর টোটকাসমূহ:

Advertisements

Spider Repellent Tips

১. সাদা ভিনিগার: একটি পাত্রে জল (১ কাপ) ও সাদা ভিনিগার (১ কাপ) নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ স্প্রে বোতলের সাহায্যে ঘরের চারিদিকে স্প্রে করতে হবে। এটি স্প্রে করলে বাড়িতে আর মাকড়শা দেখতে পাওয়া যাবে না।

Spider Repellent Tips

২. সাইট্রাস জাতীয় ফল: পাতিলেবু ও কমলালেবু সাইট্রাস জাতীয় ফলের মধ্যে পড়ে। এই সমস্ত ফলের তাজা খোসা জোগাড় করে ঘরের যে অংশে মাকড়শা রয়েছে সেখানে ভালো করে ঘষে দিতে হবে। এছাড়াও জলের সঙ্গে লেবুর জল মিশিয়ে স্প্রে করলেও কার্যকরী ফল পাওয়া যাবে।

Spider Repellent Tips

৩. ভিনিগার ও কমলালেবু: প্রথমে একটি পাত্রে ভিনিগার নিতে হবে। এই ভিনিগারে যোগ করতে হবে কমলালেবুর তাজা খোসা। সকালে এই ভিনিগারে কিছু জল মিশিয়ে বাড়িতে মাকড়শার আড্ডা দেওয়ার জায়গাতে স্প্রে করে দিতে হবে।

Spider Repellent Tips

৪. তামাক: মাকড়সার কাছে তামাকের গন্ধ অসহ্যকর। মাকড়শা তাড়াতে হলে মাকড়শার বাসা বাঁধার স্থানে বিড়ি বা সিগারেট ভেঙে গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও জলে তামাক ভিজিয়ে সেই জল স্প্রে করলেও মাকড়শা লাফ দিয়ে পালাবে।

Spider Repellent Tips

৫. পুদিনা: মাকড়শা পুদিনার গন্ধ ভালোবাসে না। বাড়ির যেখানে মাকড়শা বেশি রয়েছে, সেখানে পুদিনা পাতা রাখতে হবে। এই পাতা শুকিয়ে গেলেই নির্দিষ্ট সময়ে অন্তর তাজা পাতার সঙ্গে বদলে ফেলতে হবে।

Spider Repellent Tips

৬. এসেনশিয়াল তেল: রোজ, টি ট্রি, ল্যাভেন্ডার তেল বা পেপারমিন্ট অয়েল এসেনশিয়াল অয়েল নামে পরিচিত। এই তেল বাড়িতে ছড়িয়ে রাখলে মাকড়শা বাড়িতে টিকতে পারে না।

Spider Repellent Tips

৭. বেকিং পাউডার: বাড়ির যে স্থানে মাকড়শা বেশি উৎপাত চালায়, সেখানে বেকিং পাউডার ছড়িয়ে রাখলেও ভালো ফল পাওয়া যায়। নির্দিষ্ট সময় অন্তর এটি বদলে ফেলতে হবে।

উল্লেখ্য, এই সমস্ত টোটকা ব্যবহার করার পাশাপাশি মনে রাখতে হবে যে, মাকড়শা সাধারণত ধুলোযুক্ত অপরিস্কার স্থানে বাসা বাঁধে। তাই বাড়ি নিয়মিত পরিষ্কার রাখতে পারলেই মাকড়শার ঝঞ্ঝাট থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements