Lottery Winning Trick: লটারির পুরস্কার জেতার সঠিক নিয়ম বলে কিছু নেই। লটারি জেতার জন্য রীতিমতো ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়তে হয়। কিন্তু ভাগ্য নিজের সিদ্ধান্তে অনড় থাকলে, সেখানে কিছু করার থাকে না। তবে কিছু নিয়ম মেনে চললে লটারি জেতার ব্যাপারে ভাগ্যকে নিজের পক্ষে টানার সম্ভাবনা বেড়ে যেতে দেখা যায়। আজকের এই প্রতিবেদনে সেইরকমই কিছু নিয়ম (Lottery Winning Tricks) শেয়ার করা হল।
(Lottery Winning Trick) লটারি জেতার গোপন নিয়ম:
১. টার্গেট নম্বর:
- অনেক মানুষই আছেন, যাঁদের লাকি নম্বর থাকে। আপনারও যদি থেকে থাকে আপনি সেই লাকি নম্বরের ভিত্তিতে লটারির টিকিট কাটতে পারেন।
- লটারি কাটার সময় কোনো নম্বর যদি খুব বেশি দৃষ্টি আকর্ষণ করে থাকে, তাহলে সেই নম্বরের টিকিট কাটতে পারেন। এই সিদ্ধান্ত আপনার ভাগ্য পাল্টে দিতে পারে।
২. লটারির টিকিট কেনার সঠিক সময়: বহু মানুষেরই জীবনে একটি নির্দিষ্ট দিন বা প্রিয় দিন বা সপ্তাহের কোনো একটা দিন থাকে, যা তাঁর জন্য শুভ হয়। আপনার জীবনেও যদি এমন কোনো বার বা দিন থেকে থাকে, আপনি সেই দিনে লটারির টিকিট কাটতে পারেন।
৩. লটারি কেনার ব্যাপারে ভাগ্যের অবদান: লটারি জেতার ক্ষেত্রে ভাগ্যের অবদান থাকেই। ভাগ্য সহায় না থাকলে লটারির পুরস্কার জেতা সম্ভব নয়। যদি দেখেন যে, নিজের ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না তখন পরিচিত কোনো লটারি বিজেতার সঙ্গে আপনি লটারি শেয়ার করে কিনতে পারেন। এইভাবে আপনার ভাগ্যর সঙ্গে তাঁর ভাগ্য জুড়ে গেলে আপনার লটারি জেতার সম্ভাবনা বেড়ে যাবে।