Lottery Winning Tricks: অনেকেই রাতারাতি দারিদ্রতা দূর করার জন্য লটারির টিকিট কেটে থাকেন। কেউ কম দামের কেনেন তো কেউ বেশি দামের। তবে লটারির টিকিট কেনার খেলায় নতুন হলে বেশি দামের টিকিট না কেনাই ভালো। অভিজ্ঞতা বাড়লে লটারি জেতার সম্ভাবনাও বাড়তে থাকবে। তবে কিছু নিয়ম আছে, যেগুলো মেনে চললে অভিজ্ঞতা না থাকলেও লটারির পুরস্কার জেতার সম্ভাবনা বাড়তে পারে (Lottery Winnig Tricks)।
লটারি জেতার গোপন নিয়ম (Secret trick to win lottery)
১. লটারির টিকিট কাটার আগে ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সমস্ত বিজেতা টিকিটগুলো পর্যালোচনা করতে হবে। বিজেতা টিকিটগুলোর মধ্যে কমন বিষয় খুঁজে পেলে সেই অনুযায়ী টিকিট কাটতে হবে।
২. দুটি নম্বর পরপর একই থাকলে, সেই টিকিটটি কাটার চেষ্টা করতে হবে। এছাড়াও পরপর থাকা নম্বরগুলো সাধারণ ক্রমিক অনুযায়ী হলেও এই টিকিট কাটতে পারা যেতে পারে।
৩. মিডল নম্বর দেখে ভালো করে বিশ্লেষণ করে লটারির টিকিট কাটতে হবে। বিজেতা লটারিরগুলোর মিডল নম্বরের প্যাটার্ন ফলো টিকিট কিনলে ভালো ফল পাওয়া যেতে পারে।
৪. মিরর নম্বর বিশিষ্ট টিকিট কিনলে লটারি জেতা সম্ভব। এই যেমন ৭৬৬৭ নম্বরের টিকিট কেনা যেতে পারে।
৫. বহু বিজোড় সংখ্যা বিশিষ্ট টিকিটকে বিজেতা হতে দেখা গিয়েছে। এই সমস্ত টিকিট কাটলে লটারির পুরস্কার জেতা যেতে পারে।
উল্লেখ্য, লটারির খেলার কোনো নির্দিষ্ট সঠিক পদ্ধতি যেই। মানুষ হিসাবে তাঁর যে কোনো পদ্ধতিতেই ভাগ্য বদলে যেতে পারে। একদমই কোনো একটা পদ্ধতি অবলম্বন না করলে ব্যাপারটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো হয়ে যায়। এতে জেতার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আর তাই লটারির পুরস্কার জেতার সম্ভাবনা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই প্রতিবেদনে ট্রিকগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এই ট্রিকগুলো কখনওই লটারি জেতার ১০০ শতাংশ গ্যারান্টি দেয় না।