Lottery Winning Tricks: লটারির পুরস্কার জেতার জন্য অনেকেই নিয়মিতভাবে টিকিট কেটে থাকেন। কিছু মানুষ টিকিট জেতার সুযোগ পেলেও, বেশিরভাগ জনই পুরস্কার জেতার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হন। তবে কেউ যদি কিছু ট্রিক অবলম্বন করে লটারির টিকিট নির্বাচন করেন, তাহলে তাঁর পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যায়। চলুন সেই সমস্ত ট্রিকগুলোয় নজর দেওয়া যাক।
(Lottery Winning Tricks) লটারির টিকিট জেতার গোপন সূত্র:
১. বিজেতা লটারির টিকিটগুলোর বেশিরভাগটাই ১ ও ৪ থেকে শুরু হয়। তাই এই নম্বর থেকে যে টিকিটগুলো শুরু হয়, সেগুলো কিনতে পারেন।
২. শাস্ত্রে বিশ্বাস থাকলে নিজের জন্মবার বা জন্ম তারিখ হিসাবেও টিকিট কাটা যেতে পারে। এক্ষেত্রে তারিখের প্রথম নম্বর দিয়ে লটারি কাটতে হবে।
৩. লটারির বিজেতাদের কাছে থেকে লটারির টিকিট কাটার কৌশল শিখতে পারেন।
৪. লটারির টিকিট কাটার ঠিক আগেই যদি চোখের সামনে কোনো নম্বর ভেসে ওঠে, তাহলে সেই নম্বরের টিকিট কাটতে পারেন।
৫. কোনো নম্বরের সিরিজ ৬, ০ ও ৭ দিয়ে শুরু হলেও সেই লটারির টিকিট কিনে দেখতে পারেন।
৬. লটারির টিকিট কেনার আগে আপনাকে নজর দিতে হবে আগের দিনের লটারি বিজেতার টিকিটের নম্বরে। কেনার সময় আগের দিনের বিজেতাদের টিকিটের নম্বর বাদ দিয়ে কিনতে হবে।
৭. বহু মানুষের লাকি নম্বর থাকে। আপনারও যদি থেকে থাকে, সেই নম্বর বিশিষ্ট টিকিট কেটে দেখতে পারেন।
উল্লেখ্য, এই প্রতিবেদনে পেশ হওয়া ৭টি ট্রিক সঠিকভাবে মনে চললে লটারির জেতার সম্ভাবনা বাড়তে পারে। তবে এই ট্রিকের দৌলতে আপনি লটারি জিতবেনই এমনটা বলা যায় না। কারণ, লটারির জেতার ক্ষেত্রে ভাগ্যেরই সবচেয়ে বড়ো অবদান থাকে।