রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

বাড়ি থেকে চিরতরে ছুঁচো দূর করার সহজ ও ঘরোয়া উপায়

Mole Repellent Tips: ছুঁচোর জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন। এই গন্ধমূষিক মাটির নিচে গর্ত করে বাস করলেও লোকালয়ে যাতায়াত করে। কীটনাশক ছাড়াই যদি বাড়ি থেকে ছুঁচো তাড়াতে চান,…

Advertisements

Mole Repellent Tips: ছুঁচোর জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন। এই গন্ধমূষিক মাটির নিচে গর্ত করে বাস করলেও লোকালয়ে যাতায়াত করে। কীটনাশক ছাড়াই যদি বাড়ি থেকে ছুঁচো তাড়াতে চান, তাহলে নিম্নে দেওয়া উপায়গুলো প্রয়োগ করতে পারেন। (How to get rid of from Mole?)

বাড়ি থেকে ছুঁচো তাড়ানোর উপায় (Mole Repellent Tips)

Mole Repellent Tips

Advertisements

১. খাঁচা: ছুঁচো তাড়ানোর সবচেয়ে ভালো উপায় হল খাঁচা। রুটি বা পাউরুটির টুকরো নিয়ে খাঁচায় রেখে দিলে ছুঁচো সেই লোভে কাঁচায় ঢুকবে এবং ফেঁসে যাবে। কারণ, ছুঁচো ঢুকতেই দরজা বন্ধ হয়ে যাবে। এই ছুঁচো বাইরে দূরে কোথাও গিয়ে ছুঁড়ে দিতে হবে।

Mole Repellent Tips

২. লবঙ্গ: ছুঁচোর কাছে লবঙ্গের গন্ধ অসহ্যকর। এর গন্ধ যেখানে থাকে, ছুঁচো সেখানে যায় না। একটি কাপড়ে লবঙ্গ বেঁধে বাড়ির কোণায় রেখে দিলে ছুঁচো বাড়িতে প্রবেশ করতে পারবে না।

Mole Repellent Tips

৩. পেঁয়াজ: পেঁয়াজের বন্ধ ছুঁচোর কাছে অসহ্যকর। এটি কেটে বাড়ির কোণায় রেখে দিলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে। ছুঁচো দৌড়ে পালাবে বাড়ি থেকে।

Mole Repellent Tips

৪. ট্যালকম পাউডার: বাড়ির যেখানে ছুঁচোর আনাগোনা রয়েছে সেখানে ট্যালকম পাউডার ছড়িয়ে দিতে হবে। ছুঁচো আসা বন্ধ করে দেবে।

Mole Repellent Tips

৫. ন্যাপথলিন: এটি জামাকাপড়কে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হলেও, এর তীব্র গন্ধের জন্য একে ছুঁচোর বিরুদ্ধেও ব্যবহার করা যায়।

Mole Repellent Tips

৬. গোলমরিচ: গোলমরিচের তীব্র গন্ধ ছুঁচো সহ্য করতে পারে না। এর গন্ধ ছুঁচোর নাকে গেলেই এদের ফুসফুসের সংকোচন ঘটে। ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। আর এই কারণেই গোলমরিচের গুঁড়ো বাড়ির আশেপাশে রাখলে ছুঁচো বাড়ি থেকে দূরত্ব বজায় রাখবে।

Mole Repellent Tips

৭. লঙ্কার গুঁড়ো: জল ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে বাড়ির চারিদিকে স্প্রে করে দিলেও ভালো ফল পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements