রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Rat Repellent Tips: বাড়ি থেকে চিরতরে ইঁদুর দূর করার সহজ ও ঘরোয়া টোটকা

Rat Repellent Tips: রাতে রান্নাঘরের আলো বন্ধ করলেই ইঁদুরের উৎপাত কানে পড়ে। এই ইঁদুর পুরো বাড়িরই জিনিসপত্রের ক্ষতি করে থাকে। একইসঙ্গে স্বাস্থ্য প্রভাবিত হওয়ার আশঙ্কা তো থাকেই। বহু মানুষ বাজারজাত…

Advertisements

Rat Repellent Tips: রাতে রান্নাঘরের আলো বন্ধ করলেই ইঁদুরের উৎপাত কানে পড়ে। এই ইঁদুর পুরো বাড়িরই জিনিসপত্রের ক্ষতি করে থাকে। একইসঙ্গে স্বাস্থ্য প্রভাবিত হওয়ার আশঙ্কা তো থাকেই। বহু মানুষ বাজারজাত বিষ এনে ইঁদুর মেরে থাকেন। তবে আপনি যদি ইঁদুর না মেরে বাড়ি থেকে ইঁদুর তাড়াতে চান, তাহলে নিম্নলিখিত টোটকাগুলো অনুসরণ করে দেখতে পারেন (Rat Repellent Tips)।

Rat Repellent Tips: ইঁদুর তাড়ানোর সহজ ও ঘরোয়া টোটকা

Rat Repellent Tips

১. পেপারমিন্ট তেল: ইঁদুররা পেপারমিন্টের গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই ইঁদুর তাড়াতে হলে পেপারমিন্টের সাহায্য নিলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে। একটি স্প্রে বোতলে পেপারমিন্ট তেল নিয়ে সেটা বাড়ির চারিদিকে স্প্রে করলে ইঁদুর পালাতে বাধ্য।

Advertisements

Rat Repellent Tips

২. ফিটকিরি: ইঁদুরের কাছে ফিটকিরির গন্ধ অসহ্যকর। বাড়ির যে এলাকায় ইঁদুরের আনাগোনা বেশি থাকে, সেখানে ফিটকিরি গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আপনি ফিটকিরি লিকুইড হিসাবে ব্যবহার করতে চাইলে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করেও ঘরে ছড়িয়ে দিতে পারেন। ভালো ফল পাবেন।

Rat Repellent Tips

৩. লাল লঙ্কা গুঁড়ো: ইঁদুর তাড়ানোর ব্যাপারে লাল লঙ্কা গুঁড়ো খুবই কার্যকরী ভূমিকা পালন করে। বাড়ির যে অংশে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। জলের সঙ্গে মিশিয়ে বাড়িতে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যাবে। উল্লেখ্য, লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করার সময়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। চোখে চশমা ও হাতে গ্লাভস পরে লাল লঙ্কা গুঁড়ো নিয়ে কাজে নামতে হবে।

Rat Repellent Tips

৪. কর্পূর: কর্পূর সাধারণত পুজোর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তবে অনেকেই জানেন না, এই কর্পূর ইঁদুর তাড়ানোর কাজেও ব্যবহার করা যায়। বাড়ির যে স্থানে ইঁদুরদের আড্ডা হয়, সেখানে কর্পূরের টুকরো রাখতে হবে। কর্পূরের উপস্থিতিতে ইঁদুর দমবন্ধ অনুভব করে। ফলে ইঁদুর সেখানে টিকতে পারবে না।

Rat Repellent Tips

৫. তামাক: তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও বাড়ির পরিবেশের জন্য আবার ভালো। কারণ, ইঁদুর তামাক সহ্য করতে পারে না। ময়দা কিংবা বেসন নিয়ে ঘি সহযোগে তামাক মিশিয়ে খুবই ছোট আকারের গুলি তৈরি করতে হবে। এই গুলিগুলো ইঁদুরের উৎপাত যেখানে বেশি সেখানে রেখে দিতে হবে। এমনটা করলে বাড়িতে ইঁদুর আর আসবে না, পালিয়ে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements