রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lizard Repellent Tips: বাড়ি থেকে চিরতরে টিকটিকি দূর করার সহজ উপায়

Lizard Repellent Tips: অনেক বাড়িতেই টিকটিকির উপদ্রবে মানুষের টিকে থাকা দায় হয়ে পড়ে। কেউ কেউ এগুলো থেকে মুক্তি পেতে টিকটিকি মেরে ফেলার পথ অবলম্বন করেন। তবে আপনি যদি টিকটিকি না…

Advertisements

Lizard Repellent Tips: অনেক বাড়িতেই টিকটিকির উপদ্রবে মানুষের টিকে থাকা দায় হয়ে পড়ে। কেউ কেউ এগুলো থেকে মুক্তি পেতে টিকটিকি মেরে ফেলার পথ অবলম্বন করেন। তবে আপনি যদি টিকটিকি না মেরে ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়াতে চান, তাহলে পড়ে ফেলুন এই প্রতিবেদন। (How to get rid of from lizard home remedies?)

ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়ানোর উপায়(Lizard Repellent Tips)

Lizard Repellent Tips

Advertisements

১. গোলমরিচের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো: একটি পাত্রে গোলমরিচের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিতে হবে। এই গুঁড়োর মিশ্রণে জল মিশিয়ে সেটা স্প্রে বোতলে ভরে টিকটিকির উপদ্রবযুক্ত স্থানে স্প্রে করতে হবে। লিকুইড মিশ্রণের ঝাঁঝ সহ্য করতে না পেরে টিকটিকি বাড়ি থেকে পালাবে।

Lizard Repellent Tips

২. ডিমের খোসা: ডিমের সাদা খোসা টিকটিকি তাড়ানোর কাজে ব্যবহার করা যেতে পারে। কাঁচা ডিম ভেঙে দেওয়ার পরে বা সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে সেই খোসাগুলো ফেলে না দিয়ে কাপড়ে বেঁধে নিতে হবে। ছোট ছোট টুকরো অবস্থায় থাকা ডিমের খোসার কাপড়টি টিকটিকির উৎপাতের জায়গায় রেখে দিতে হবে। ডিমের খোসার গন্ধে টিকটিকি টিকতে পারবে না।

Lizard Repellent Tips

৩. গোটা পেঁয়াজ ও রসুনের কোয়া: কয়েকটা গোটা রসুন ও পেঁয়াজ নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এই টুকরোগুলো বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দিতে হবে। এগুলোর গন্ধে টিকটিকি বাড়িতে টিকতে পারবে না। গোটা টুকরো না ব্যবহার করতে চাইলে, দুটো উপাদানের পেস্ট বানিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলেও ব্যবহার করা যেতে পারে।

Lizard Repellent Tips

৪. কর্পূর: টিকটিকি তাড়াতে কর্পূর খুবই কার্যকরী ভূমিকা পালন করে। বাড়ির বিভিন্ন কোণায় কর্পূর রেখে দিলে টিকটিকি তা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়।

Lizard Repellent Tips

৫. ন্যাপথলিন বল: টিকটিকির উৎপাত থেকে মুক্তি পেতে চাইলে একটি ন্যাপথলিন বল নিতে হবে। বাড়ির যে স্থানে টিকটিকি বেশি যাওয়া আসা করে সেখানে সেই ন্যাপথলিন বল নিতে হবে। টিকটিকির উৎপাত বেশি থাকলে ৪-৫টি ন্যাপথলিন বল ব্যবহার করা যেতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements