রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lottery Winning Tricks: এই ৫ উপায়ে লটারির কাটলেই রোজ জিতবেন টাকা, রইল লটারি জেতার গোপন ফর্মূলা

Lottery Winning Tricks: লটারির টিকিট (Buy Lottery Ticket) বহু মানুষ কিনে থাকেন। এর মধ্যে মাত্র কিছু মানুষই লটারির পুরস্কার জেতার সুযোগ পান। অনেকেই জানেন না যে, লটারির টিকিট কাটার জন্য…

Advertisements

Lottery Winning Tricks: লটারির টিকিট (Buy Lottery Ticket) বহু মানুষ কিনে থাকেন। এর মধ্যে মাত্র কিছু মানুষই লটারির পুরস্কার জেতার সুযোগ পান। অনেকেই জানেন না যে, লটারির টিকিট কাটার জন্য বিশেষ পদ্ধতি (Lottery Winning Tricks) অবলম্বন করতে হয় (How to Predict Lottery Tickets?)। ফলে পকেট খালি হয়ে গেলেও লটারির পুরস্কার আর পাওয়া যায় না। আজকের এই প্রতিবেদনে লটারির পুরস্কার জেতার জন্য টিকিট কাটার গোপন সূত্রে দেওয়া হল।

Lottery Winning Tricks

লটারি জেতার গোপন সূত্র(Lottery Winning Tricks)

১. লটারির টিকিট কাটার আগের ৭দিন বিজেতা টিকিটগুলোর নম্বরে নজর রাখতে হবে। এমনটা করলে টিকিটের নম্বরের ব্যাপারে এবং টিকিট কাটার ব্যাপারে আপনার একটা সাধারণ ধারণা তৈরি হবে।
২. লটারির টিকিট কাটার সময় মিডল নম্বর ভালো করে দেখতে হবে। একইসঙ্গে এর বিপরীত নম্বরগুলো বিশ্লেষণ করে বেছে নিতে হবে। প্রথমে মিডল নম্বরের শেষ দুই সংখ্যাকে নির্দিষ্ট রাখতে হবে এবং পরে পরবর্তী ১০ ঘরের নম্বর বিশিষ্ট টিকিট কিনে নিতে হবে।

Advertisements

Lottery Winning Tricks

৩. লটারির পুরস্কার জেতার ক্ষেত্রে টিকিটের দোকান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে দোকান যত বড়ো, তাঁর টিকিটের সংখ্যা তত বেশি। এর ফলে টিকিট জেতার সম্ভাবনা সেই দোকানের বেশি দেখা যায়।
৪. আগের দিনের বিজেতা টিকিটে যে মিডল নম্বর রয়েছে, সেটার বিপরীত নম্বর বিশিষ্ট টিকিট কিনুন।
৫. পছন্দসই বা শুভ নম্বরের উপরে ভিত্তি করে টিকিট কাটতে পারেন। এভাবেও অনেকে পুরস্কার জিতেছেন।

Lottery Winning Tricks

উল্লেখ্য, উপরিলিখিত উপায়গুলো (Lottery Winning Tricks 2023) মেনে চললে টিকিট কাটলে আপনার লটারির পুরস্কার জেতার সম্ভাবনা একলাফে অনেকটা বেড়ে যাবে। তবে, এর মানে এই নয় যে, এই উপায়গুলো আপনাকে লটারি জেতার ১০০% গ্যারান্টি দিচ্ছে। তাই সতর্ক থেকে লটারির টিকিট কিনতে নামবেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements