রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

লটারি জেতার দুর্দান্ত উপায়, এই পদ্ধতিতে লটারি কাটলেই প্রাইজ হাতেনাতে

Lottery Winning Tricks: বহু মানুষই রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। বেশিরভাগ ক্ষেত্রেই রাতারাতি ভাগ্য পাল্টানোর বিষয়টা মানুষ চেয়ে থাকেন আর্থিক অবস্থার কথা মাথায় রেখে। আর্থিক দুরাবস্থা চারিদিক দিয়ে ঘিরে রাখলে…

Advertisements

Lottery Winning Tricks: বহু মানুষই রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। বেশিরভাগ ক্ষেত্রেই রাতারাতি ভাগ্য পাল্টানোর বিষয়টা মানুষ চেয়ে থাকেন আর্থিক অবস্থার কথা মাথায় রেখে। আর্থিক দুরাবস্থা চারিদিক দিয়ে ঘিরে রাখলে অনেকেই লটারির টিকিট কেটে পুরস্কারস্বরূপ কোটি টাকা জিতে রাতারাতি ভাগ্য পাল্টে ফেলতে চান। কিন্তু কোনো ট্রিক ফলো না করেই টিকিট কাটতে গেলে তা অনেকটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো হয়ে যাবে। তাই লটারি জিততে চাইলে টিকিট কাটার নিয়মগুলো জানতেই হয়।

Lottery Winning Tricks

Advertisements

নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Lottery Winning Tricks)

১. টিকিট কেনার সময়ে মিডল নম্বর ভালো করে বাছতে হবে। আগের দিনের জিতে যাওয়া টিকিটের দিকেও নজর দিতে হবে। বিজেতা টিকিটের মিডল নম্বর অনুযায়ী টিকিট কাটার চেষ্টা করুন।
২. মিরর নম্বর অনুযায়ীও টিকিট কাটতে পারেন। মনে করা যাক, আগের দিনের বিজেতা টিকিটের নম্বরে মিডল নম্বর হিসাবে ৪৭ থাকলে আপনি ৪৭৭৪ নম্বর বিশিষ্ট টিকিট কিনতে পারেন।
৩. টিকিটের মিডল নম্বরের সংখ্যা স্থির রাখতে হবে এবং ঠিক পরের দশকের ঘরের নম্বরের টিকিট কিনতে হবে। মনে করা যাক আগের দিন ৫২ মিডল নম্বরের টিকিট পুরস্কার জিতেছে। এক্ষেত্রে আপনাকে ৫০ থেকে ৫৯ পর্যন্ত সংখ্যার টিকিট কাটতে হবে।
৪. টিকিটের মিডল নম্বর নয় টিকিট কেনার দোকানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরস্কার জেতার ক্ষেত্রে। যে দোকানে টিকিটের সংখ্যা যত বেশি, সেই দোকানে টিকিট জেতার সম্ভাবনা তত বেশি। এছাড়াও সময়েরও গুরুত্বপূর্ণ অবদান থাকে টিকিট জেতার ক্ষেত্রে। দুপুর ১টা ও রাত ৮টায় টিকিট জেতার সম্ভাবনা যথাক্রমে ৫০% ও ৮০%। তাহলে বুঝে যান আপনাকে কখন টার্গেট করতে হবে।
৫. বিজেতা মিডল নম্বরের বিপরীত নম্বরের টিকিট কাটতে হবে।

এইভাবে টিকিট কিনলে আপনি লটারির পুরস্কার জিততে পারেন। যদিও লটারি জেতার বিষয়টি ভাগ্যের উপরেও নির্ভর করে। ভাগ্য যতক্ষণ না সহায় হবে, লটারি জেতা মুশকিল। তবে পুরোপুরি আন্দাজে লটারির টিকিট না কিনে, হিসাব করে টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা একধাপে অনেকটা বেড়ে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements