Lottery Winning Tricks: বহু মানুষ লটারি (Lottery Tickets) কেটে কেটে ক্লান্ত হয়ে গেলেও লটারি কাটতে ছাড়েন না। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই হাজার চেষ্টার পরেও লটারির পুরস্কার জিততে দেখা যায় না। ট্রিক অনুসরণ না করে লটারির টিকিট কেনার ঘটনা অনেকটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো। তাই, লটারির পুরস্কার জেতার সম্ভাবনা বৃদ্ধি করতে অনুসরণ করতে পারেন লটারি কাটার কিছু গোপন নিয়ম (Lottery Winning Secret Tricks)। এই নিয়মগুলো আপনার লটারি জেতার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
লটারি জেতার গোপন নিয়ম(Tricks to Win Lottery)
১. লটারির টিকিট কাটার আগে বিজয়ী নম্বরগুলোকে নিয়ে গবেষণা করা প্রয়োজন। ইতিমধ্যে একটি গবেষণা চালানো হয়েছে ১৯৯৭ থেকে ২০২১ সালে বিজেতা লটারির টিকিটগুলো নিয়ে। এই টিকিটগুলোর নম্বর সিরিজ বিশ্লেষণ করে দেখা গেছে যে, বেশিরভাগ বিজেতা নম্বর সিরিজের শেষে ‘1’ ডিজিট রয়েছে। এই নিয়ম মানলে লটারি জেতার সম্ভাবনা বাড়বে।
২. ‘১’ নম্বরের পার্থক্য বিশিষ্ট পরপর থাকা দুই ডিজিট সম্পন্ন নম্বর সিরিজের টিকিট কেনার চেষ্টা করতে হবে। এমনটা করলে লটারি জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এই যেমন, ৩৪, ২৩ বা ৬৭ নম্বরের টিকিট থাকলে তা কিনতে পারেন।
৩. বিজেতা টিকিটের মিডল নম্বর বিশ্লেষণ করে টিকিট কিনতে হবে। বিজেতা টিকিটের মিডল নম্বর অনুকরণ করেও আপনি টিকিট কাটতে পারেন।
৪. বেশ কিছু বিজেতা টিকিটে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। টিকিটগুলো বিজোড় সংখ্যার উপস্থিতিতে লটারি জিতেছে। এই যেমন, ১, ৫, ৩, ৭ বিশিষ্ট নম্বরের টিকিট কেনা যেতে পারে।
৫. মিরর ডিজিট বিশিষ্ট নম্বরের টিকিটও কিনতে পারেন। উদাহরণস্বরূপ, টিকিটে ৭৩৩৭ থাকলে তা কেনা যেতে পারে।
গোপন নিয়ম মেনে লটারির টিকিট কাটলে লটারির পুরস্কার জেতার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এই নিয়মগুলো কখনও আপনার লটারি জেতার নিশ্চয়তায় শীলমোহর লাগায় না। লটারির টিকিট কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। খেয়াল রাখবেন, এটা যেন কখনওই আপনার নেশায় না পরিণত হয়।