LPG Cylinder Subsidy Hike: এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যে কম করা হয়েছে কেন্দ্রীয় সরকারের (Union Government) তরফে। বর্তমানে চলতে থাকা উৎসবের মরসুমেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরও কম করা হতে পারে অনুমান বিশেষজ্ঞদের। লোকসভা ভোট বেশি দেরি নেই। ভোট উপলক্ষে বহু রাজ্যেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এই অবস্থায় টেক্কা দিতে এবার এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি একলাফে ৫০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হল ভারতের একটি রাজ্যে। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।
Domestic LPG Gas Cylinder subsidy hike
চলতি বছরে আগস্টের শেষের দিকে কেন্দ্রীয় সরকারের তরফে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (Domestic LPG Gas Cylinder) কমে। তারপরে আবার ১০০ টাকা ভর্তুকি বাড়িয়ে দেওয়া হয় উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্যাস সিলিন্ডারে। কেন্দ্রের সিদ্ধান্তে স্বস্তি পান দেশবাসীরা। এরপরে ভোটের আবহ তৈরি হতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফেও রাজ্য স্তরে গ্যাস সিলিন্ডারের দামে ছাড় দেওয়া হয়। কিছু রাজ্যে আবার ভর্তুকি বাড়িয়ে দেওয়া হয়।
Priyanka Gandhis comment on LPG Gas Cylinder Subsidy 2023
ইতিমধ্যে একাধিক রাজ্য জন সাধারণের হিতে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এইবার এলপিজি গ্যাসের ভর্তুকি বাড়ালো ছত্তিশগড় (Chhattisgarh)। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) সেখানে গেলে রান্নার গ্যাসের ভর্তুকি বৃদ্ধি করার কথা ঘোষণা করেন। প্রিয়াঙ্কা বলেন, ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় ফিরলে প্রত্যেক সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। জানিয়ে রাখি কংগ্রেস নেত্রী ছত্তিশগড়ে ‘মহতারি ন্যায় যোজনা’ (Mahatari Nyay Yojana) চালু করার কথা ঘোষণা করেন। এই যোজনা অধীনেই সিলিন্ডারের ভর্তুকি বাড়ানোর কথা বলেন প্রিয়াঙ্কা।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা কতৃক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেন। সেই পোস্টে তিনি বলেন যে, কোনো বাড়িতে যদি গ্যাসের কানেকশন মহিলা উপভোক্তারদের নামে থাকে, তাহলে মহতারি ন্যায় যোজনার অধীনে সেই মহিলা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা ভর্তুকি হিসাবে পেয়ে যাবেন।