রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

LPG Gas Cylinder: ব্যাপক সস্তা হয়ে গেল রানার গ্যাস! এই পদ্ধতিতে গ্যাস বুকিং করলে মিলছে আকর্ষণীয় ছাড়

LPG Gas Cylinder: বর্তমানে বহু বাড়িতেই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ও গ্যাস ওভেন (Gas Oven) রয়েছে। যত সময় পেরোচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার ততই বেড়েছে। পাল্লা দিয়ে বাড়তে দেখা গেছে…

Advertisements

LPG Gas Cylinder: বর্তমানে বহু বাড়িতেই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ও গ্যাস ওভেন (Gas Oven) রয়েছে। যত সময় পেরোচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহার ততই বেড়েছে। পাল্লা দিয়ে বাড়তে দেখা গেছে গ্যাস সিলিন্ডারের দামও (Gas Cylinder Price)। তবে একটি উপায় আছে, সেই উপায় মেনে গ্যাস সিলিন্ডার বুক করতে পারলে বেশ কিছুটা ছাড় (Gas Cylinder Booking Discount) পাওয়া যাবে গ্যাস সিলিন্ডারের দামে। কীভাবে পাওয়া যাবে? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

Gas Cylinder Booking Discount

Advertisements

এই প্রযুক্তির যুগে বহু কাজই ডিজিটাল হওয়ার পথে এগিয়ে গেছে। বেশ কিছু কাজ ইতিমধ্যে ডিজিটাল জগতের অংশ হয়ে গেছে। পিছিয়ে থেকে যায়নি গ্যাস সিলিন্ডার বুক করার ব্যবস্থাও (Gas Cylinder Booking)। কেউ চাইলে অনলাইন মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন ও অনলাইনে পেমেন্ট করতে পারেন। অনলাইনে রিফিল বুক (Online Refill Book) করার রয়েছে একাধিক সুবিধাও।

(LPG Gas Cylinder) অনলাইন গ্যাস বুকিংয়ে মিলবে ডিসকাউন্ট

Gas Cylinder Booking Discount

অনলাইন গ্যাস বুক করা মানেই, এই পেমেন্ট অনলাইনে করতে হবে। অনলাইনে পেমেন্ট করলে অনেক সময়েই ক্যাশব্যাক অফার বা ডিসকাউন্ট কুপন পাওয়া যায়। যত বেশি অনলাইন পেমেন্ট করবেন, তত বেশিই ছাড় পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। আবার আগের কোনো কুপন ব্যবহার করলেও গ্যাস সিলিন্ডার বুক করার সময়ে ছাড় পাওয়া যাবে। এবার কত টাকা ছাড় পাবেন সেটা কুপনের উপরে নির্ভর করবে।

Gas Cylinder Booking Discount

(LPG Gas Cylinder) গ্যাস সিলিন্ডার অনলাইনে বুক করার সুবিধা

১. গ্রাহককে অতিরিক্ত টাকা খরচ করতে হয় না।
২. সহজ পেমেন্ট পদ্ধতির কারণে সহজে টাকা দেওয়া যায়।
৩. অনলাইন রিফিল বুকিং সিস্টেম খুবই নিরাপদ।
৪. বুক করার জন্য গ্যাস এজেন্সিতে যেতে হবে না বা ডিস্ট্রিবিউটারের সঙ্গেও যোগাযোগ করতে হবে না।
৫. প্রয়োজন পড়লে যে কোনো জায়গা থেকেই বুক করা যাবে।
৬. অনলাইন বুকিং সিস্টেমে আছে ডেলিভারি ট্র্যাকিং পরিষেবা (Delivery Tracking System)। ফলে বুকিং সংক্রান্ত আপডেট খুব সহজেই পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements