রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

LPG Gas Cylinder Price Update: পুজোর আগে বড় উপহার! মাত্র 650 টাকায় মিলবে রান্নার গ্যাস, কারা পাবেন? জেনে নিন

LPG Gas Cylinder Price Update: এলপিজি গ্যাস (LPG Gas Cylinder) কেন্দ্রীক নয়া ঘোষণা কেন্দ্রীয় সরকারের (Central Government)। আগস্টের পরে অক্টোবর মাসে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আনা হল বড়ো ধরণের…

Advertisements

LPG Gas Cylinder Price Update: এলপিজি গ্যাস (LPG Gas Cylinder) কেন্দ্রীক নয়া ঘোষণা কেন্দ্রীয় সরকারের (Central Government)। আগস্টের পরে অক্টোবর মাসে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আনা হল বড়ো ধরণের পরিবর্তন। হ্যাঁ, আবার কমানো হল গ্যাসের দাম। আগস্ট মাসের শেষের দিকে সাধারণ এলপিজি গ্যাস সিলিন্ডার উপভোক্তাদের স্বস্তি দেওয়ার পরে অক্টোবর মাসের শুরুতে সরকারের তরফে আবার আনা হল গ্যাসের দাম পরিবর্তন।

LPG Gas Cylinder Price Update

LPG Gas Cylinder Price Update

চলতি সপ্তাহে বুধবারে একটি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক বসে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে এই বৈঠক আয়োজিত হয়। আগস্ট মাসের শেষের দিকে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়। এরপরেই অক্টোবরের শুরুতে তথা ৪ অক্টোবর তারিখে কেন্দ্রীয় সরকারের তরফে ভর্তুকিযুক্ত গ্যাসের দামে ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। অর্থাৎ ভর্তুকির পরিমাণ আগের থেকে আরও ১০০ টাকা বেড়ে যায়। যার ফলে উপভোক্তারা আরও কম দামে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। বৃদ্ধিপ্রাপ্ত ভর্তুকির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।

Advertisements

Ujjwala Yojana Gas Cylinder Price Cut 2023

ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডার বর্তমানে ৯০৩ টাকায় পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana 2023) উপভোক্তাদের জন্য। এবার থেকে উজ্জ্বলা উপভোক্তারা ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি পাবেন। ফলস্বরূপ, এই যোজনার উপভোক্তারা রান্নার গ্যাস সিলিন্ডার ৬০৩ টাকায় পাবেন।

LPG Gas Cylinder Price Cut

উজ্জ্বলা যোজনার উদ্দেশ্য (Purpose of Ujjwala Yojana)

উজ্জ্বলা প্রকল্পের সূচনা হয় ২০১৬ সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগশিপ প্রজেক্টের অধীনে এই প্রকল্পটি শুরু করেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র মহিলাদের চুলোর ধোঁয়া থেকে মুক্তি দেওয়া এবং সাধারণের থেকে সস্তায় তাঁদের জন্য ঘরোয়া গ্যাস সিলিন্ডার উপলব্ধ করা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements