রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

LPG Gas Cylinder: সাধারণের জন্য ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম, তবে এই স্কিমের গ্রাহকরা সিলিন্ডার প্রতি পাবেন ৪০০ টাকা পর্যন্ত ছাড়!

LPG Gas Cylinder: সরকারের নয়া সিদ্ধান্তে স্বস্তি মিলল সমস্ত গ্রাহকদের। কেন্দ্রীয় সরকারের তরফে বিরাট ছাড় দেওয়া হল গ্যাস সিলিন্ডারের দামে (LPG Gas Cylinder Price News)। সরকারের এই সিদ্ধান্তে ঘরোয়া সিলিন্ডারের…

Advertisements

LPG Gas Cylinder: সরকারের নয়া সিদ্ধান্তে স্বস্তি মিলল সমস্ত গ্রাহকদের। কেন্দ্রীয় সরকারের তরফে বিরাট ছাড় দেওয়া হল গ্যাস সিলিন্ডারের দামে (LPG Gas Cylinder Price News)। সরকারের এই সিদ্ধান্তে ঘরোয়া সিলিন্ডারের দামে একলাফে অনেকটা পতন দেখা গেল। শুধুমাত্র দরিদ্র শ্রেণীর অন্তর্গত গ্রাহকরাই নন, নয়া ঘোষণা অনুযায়ী সাধারণ গ্রাহকরাও গ্যাস সিলিন্ডারের দামে ছাড় পেলেন।

LPG Gas Cylinder

Advertisements

ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে দেওয়া হল ৪০০ টাকার ছাড় (Gas Cylinder Price Update)। এই খবর প্রকাশ্যে আসার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রাহকরা। তবে সবাই রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গেলে ৪০০ টাকা ছাড় পাবেন না। কেউ ২০০ টাকার, আবার কেউ ৪০০ টাকার ছাড় পাবেন। কারা কত টাকার ছাড় পাবেন? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক।

(LPG Gas Cylinder) কারা LPG সিলিন্ডারে ২০০ টাকার ছাড় পাবেন?

প্রকাশিত খবর অনুযায়ী, দেশজুড়ে থাকা সমস্ত গ্রাহকরা এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে ২০০ টাকা ছাড় পাবেন।

LPG Gas Cylinder

(LPG Gas Cylinder) কারা LPG গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকার ছাড় পাবেন?

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী উজ্জ্বলা স্কিমের (Ujjwala Scheme News Update 2023) অন্তর্গত গ্রাহকরা এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) কেনার সময়ে ৪০০ টাকার ছাড় পাবেন।

(LPG Gas Cylinder) উজ্জ্বলা স্কিমের উপভোক্তারা ৪০০ ছাড় পাবেন কীভাবে?

বাজারে উপলব্ধ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সরকার উজ্জ্বলা স্কিমের অধীনে প্রত্যেক সিলিন্ডারের পিছনে ২০০ টাকার ভর্তুকি দেয়। এই হিসাবে বাজারের দামের থেকে মোট ৪০০ টাকা কমে সিলিন্ডার (LPG Gas Cylinder) কিনবেন উজ্জ্বলা স্কিমের (Ujjwala Scheme) উপভোক্তারা।

LPG Gas Cylinder

ইতিমধ্যে এই স্কিমের অধীনে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ৮৫০০ কোটি টাকা খরচ করা হয়। এইবার সরকারের নয়া ঘোষণা অনুযায়ী, সাবসিডি দেওয়ার জন্য আরও অতিরিক্ত ৭০০০ কোটি টাকা খরচ করতে চলেছে সরকার। সরকারের এই পদক্ষেপের ফলে উজ্জ্বলা স্কিমের উপভোক্তা সহ সাধারণ গ্রাহকরা খুবই উপকৃত হবেন বলে মনে করা হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements