LPG Gas Cylinder: ভোটের আগে রাজ্য বাসীদের উপহার দিল মধ্যপ্রদেশে সরকার (Madhya Pradesh Government)। বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম চর্চার বিষয়ে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার (Central Government) ঘরোয়া গ্যাস সিলিন্ডারের মূল্য একধাক্কায় ২০০ টাকা কমিয়ে দেওয়ার পর থেকেই খুশির স্রোত বয়ে যায় দেশ জুড়ে। দেশের সাধারণ মানুষদের মুখে হাসি ফোটায় LPG গ্যাস সিলিন্ডারের দাম কমে (LPG Gas Cylinder Price Cut) যাওয়ার খবর। এইসবের মাঝে মধ্যপ্রদেশ সরকারের ঘোষণা সেই রাজ্যের খুশি আরও দ্বিগুণ করে দিল।
এলপিজি গ্যাস সিলিন্ডার সরকারের ঘোষণা(Government decision on LPG Gas Cylinder Price)
ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডার কেন্দ্রীক নয়া ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। সরকারের তরফে জানানো হয়েছে যে, রাজ্যবাসীরা ৫০০ টাকারও কম দামে গ্যাস সিলিন্ডার পাবেন। এই ঘোষণার ফলে খুবই কম টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। ঘোষণাটি করেছেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মন্ত্রীসভার তরফে গত বৃহস্পতিবারে এই বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই সভার ব্যবস্থা করা হয়েছিল মূলত মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের অধীনেই।
কত টাকায় সিলিন্ডার পাওয়া যাবে মধ্যপ্রদেশে? (Reduced/Updated Price of LPG Gas Cylinder in Madhya pradesh)
মাত্র ৪৫০ টাকায় ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে।
কীভাবে মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার?(How to get LPG Gas cylinder in just Rs. 450?)
১. নতুন গ্যাস সিলিন্ডার নিতে হবে।
২. উল্লিখিত কাজটি করলেই সংশ্লিষ্ট মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে ৫০০ টাকা।
৩. উজ্জ্বলা যোজনার উপভোক্তারাও ৪৫০ টাকায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার নেওয়ার সুযোগ পাবেন।