রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Lucky Zodiac during Durga Puja: দুর্গাপুজো থেকে এই ৪ রাশির ভাগ্যদয়, দেবীর কৃপায় হবে উন্নতি লাভ

Lucky Zodiac during Durga Puja: ২০২৩ সালে মা দুর্গা ঘোড়ায় চড়ে আসতে চলেছেন। হিন্দুশাস্ত্রে বিশেষ তাৎপর্য বহন ককরে আদিশক্তির এই সফর। ঘোড়ায় মা দুর্গার আগমন অশুভ বার্তা বয়ে আনে। পৃথিবীতে…

Advertisements

Lucky Zodiac during Durga Puja: ২০২৩ সালে মা দুর্গা ঘোড়ায় চড়ে আসতে চলেছেন। হিন্দুশাস্ত্রে বিশেষ তাৎপর্য বহন ককরে আদিশক্তির এই সফর। ঘোড়ায় মা দুর্গার আগমন অশুভ বার্তা বয়ে আনে। পৃথিবীতে সমস্যার সৃষ্টি হয়। চলতি বছরে দেবীপক্ষ শুরু হবে ১৫ই অক্টোবর তারিখ থেকে।

আবার এই বছরেই শারদীয়াতে সূর্যের গমন হতে চলেছে। এই ঘটনা আবার শুভ ইঙ্গিত বহন করে। এই ঘটনার কারণে মোট চারটি রাশি সুখবর পাবেন, তাঁদের জীবনে একাধিক ভালো ঘটনা ঘটবে। এককথায় সূর্যের গমনে ৪টি রাশি লাভবান হবে। এই চারটি রাশির নাম হল কন্যা রাশি, কুম্ভ রাশি, মকর রাশি ও ধনু রাশি। এই রাশির অন্তর্গত ছেলেমেয়েদের জীবনে কী কী ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে, সেটা বিস্তারে জানানো হল।

Advertisements

Lucky Zodiac during Durga Puja

১. কন্যা রাশি: যে সমস্ত মানুষের কন্যা রাশি আছে, তাঁদের জন্য সূর্যের গমন শুভ বলে মনে করা হয়। এই রাশির ছেলেমেয়েদের জীবনে হঠাৎই টাকা আসতে পারে। এই সময়ে কন্যা রাশির মানুষেরা যেটাতেই এগোবেন, সেটাতেই সফল হবেন। জীবনের সুযোগের পথ উন্মুক্ত হবে। ব্যবসা ফুলেফেঁপে উঠবে।

Lucky Zodiac during Durga Puja

২. কুম্ভ রাশি: কুম্ভ রাশির মানুষদের জন্যেও সূর্যের গমন শুভ ফল আনবে বলে দাবি করা হয়। যে সমস্ত ছেলেমেয়েদের কুম্ভ রাশি আছে, তাঁদের জীবনে নবরাত্রি সৌভাগ্য আনতে চলেছে। জীবনে আয়ের নতুন উৎসের সঙ্গে দেখা হবে। ফলের নতুনভাবে জীবনে টাকা আসতে পারে। বৈবাহিক সম্পর্ক ভালো হবে। কঠিন সময়ে পরিবার সাহায্যের জন্য এগিয়ে আসবে।

Lucky Zodiac during Durga Puja

৩. মকর রাশি: মকর রাশির ছেলেমেয়েদের কর্মজীবনে সূর্যের গমন ঘটতে চলেছে। এমনটা হওয়ায় তাঁদের কাজে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। হয় নতুন গাড়ি কেনা হতে পারে, নয়তো নতুন বাড়িতে প্রবেশ ঘটতে চলেছে এই রাশির ছেলেমেয়েদের।

Lucky Zodiac during Durga Puja

৪. ধনু রাশি: ধনু রাশির আয়ের ক্ষেত্রে সূর্য গমন করতে চলেছে। কর্মজীবনে উন্নতি মুখ দেখবে এই রাশির ছেলেমেয়েরা। সাহস বাড়বে। জীবনে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মজীবনে নতুন সুযোগের বিকল্প আসবে। পুরো পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements