Madhumita Sarcar: আবারও ভাইরাল মধুমিতার ভিডিও (Madhumita Sarcar Viral Video)। এই ভিডিওতে ‘দেশী গার্ল’ লুকে ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ভাইরাল ভিডিওতে ভক্তদের ঘুম উড়ালেন তিনি। মধুমিতার এই ভিডিও দেখে অনেকেই হাঁ হয়ে থেকে গেলেন। আপনি এই ভিডিও দেখেছেন নাকি?
মধুমিতা বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ। টেলিভিশন জগতে ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na) ধারাবাহিকের হাত ধতে বাঙালির ঘরে ঘরে পৌঁছে যান তিনি। তারপরে বিভিন্ন প্রজেক্টে যুক্ত থাকতে দেখা গেছে তাঁকে। বর্তমানে এই অভিনেত্রী বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করার মাধ্যমে আরও জনপ্রিয়তা অর্জন করেছেন। স্টাইল স্টেটমেন্টে বরাবরই বোল্ড থাকতে দেখা যায় তাঁকে। কোনো রকমের কটাক্ষের উপেক্ষা না করে সাহসী অবতারে ক্যামেরার সামনে ধরা দেন নিজেকে।
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে বন্ধ ঘরে মধুমিতার পরণে দেখা যায় গাঢ় সবুজ রঙের শাড়ি। পেটাই কাজের লাল পাড় বিশিষ্ট ডুয়াল টোনের সবুজ শাড়ি পরে পুরুষ ভক্তদের মনে ঝড় তোলেন তিনি। তাঁর ডান স্কন্ধ ছিল উন্মুক্ত। শাড়ির আঁচলগুলো বাঁ কাঁধে জড়িয়ে বেইজ রঙের চেয়ারে বসে পোজ দেন অভিনেত্রী। গলায় ছিল না কোনো গয়না, হাতে সবুজ রঙের একগোছা চুড়ি ও নাকে নথনী পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল তাঁকে। কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক ও চোখে কাজল তাঁর সাজে পূর্ণতা দেয়। এই ভিডিওতে মধুমিতার চোখের ভাষা যেন না বলা অনেক কথাই বলে দেয়। এই মোহময়ী অবতারে এক নয়, একাধিক পোজ দেন তিনি ক্যামেরার সামনে।
View this post on Instagram
মধুমিতার ভিডিওটি বিশেষভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। মন্তব্যে উপচে পড়েছে পোস্টের কমেন্ট বক্স। প্রায় ২৯ হাজারের মতো মানুষ মধুমিতার এই অবতার পছন্দ করেছেন ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।