Madhumita Sarcar: বিনোদন জগতের চর্চিত অভিনেত্রী মধুমিতার নাম আজকাল প্রায়শই খবরের শিরোনামে থাকতে দেখা যায়। ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবনের যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে এই জনপ্রিয় অভিনেত্রীকে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সম্প্রতি মধুমিতা সরকারের (Madhumita Sarcar) এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।
View this post on Instagram
ভাইরাল ভিডিওটিতে মধুমিতাকে একটি ওয়েস্টার্ন ড্রেস পরে বডি ফ্লন্ট করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘আই অ্যাম ইয়োর্স (I am Yours) গানের স্পিড আপ ভার্সন। এই গানের সঙ্গে তাল মিলিয়ে তাঁকে বডি ফ্লন্ট করে ফাঁকা হল ঘরের মধ্যে হেঁটে যেতে দেখা যায়।
View this post on Instagram
এই ভিডিওতে তাঁর পরণে দেখা যায় কালো রঙের স্কিন টাইট জাম্পস্যুট। এই পোশাকের উপরে ছিল সিকোয়েন্সযুক্ত সিঙ্গেল স্ট্রাইপ ডিজাইন। এই কারুকার্য পুরো পোশাক জুড়েই থাকতে দেখা যায়। পোশাকটির নেকলাইন ডিপ ‘V’ প্রকৃতির ছিল। ফলে তাঁর বক্ষবিভাজিকা স্পষ্টরূপে দৃশ্যমান ছিল। মাথার মাঝে সিঁথি কেটে ওয়েভি হেয়ারকে শরীরের দুইদিকে ফেলে রেখে চোখে দেন স্মোকি মেকআপ টাচ। পোশাকের সঙ্গে মুখমণ্ডলে মানানসই মেকআপ ও ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক ধারণ করেন অভিনেত্রী।
View this post on Instagram
ভিডিওটি আপলোড করা হয়েছে মধুমিতার নিজস্ব ইনস্টাগ্রাম আইডি থেকে। এই আইডি থেকে পোস্ট করা ভিডিওতে মধুমিতাকে ‘স্মোকি’ অবতারে দেখে ভিডিওর উপর থেকে নজর সরাতে পারেননি নেটিজেনরা। মধুমিতার চাউনিতে ঘায়েল হয়েছেন অনেকেই। মধুমিতার এই ভিডিও প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও বর্তমানে বহু মানুষ দেখে ফেলেছেন এবং ৯১ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন।