Madhyamik Exam 2024: প্রকাশ্যে রাজ্যের ম্যাজিক বক্স! আপনি হয়তো ভাবছেন এই ম্যাজিক বক্সটা কী? ম্যাজিক বক্স (Magic Box) হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পেশ করা একটি বাক্স, পুরো নাম ‘মাধ্যমিক ম্যাজিক বক্স’ (Madhyamik Magic Box)। এই বাক্সর উদ্দেশ্য হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam 2024) প্রস্তুতিতে সাহায্য করা। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার অ্যান্ড হেড মিস্ট্রেসের দৌলতে এই বাক্সটি প্রস্তুত করা সম্ভব হয়েছে। এই কাজে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে লার্নিং অ্যাপ টিউটোপিয়া।
পরীক্ষা প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের সাহায্য করার উদ্দেশ্যে এই বাক্সটি লঞ্চ করা হয়েছে। এই বাক্সটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় গত সপ্তাহে শনিবারে তথা ২৯শে জুলাই তারিখে। মৌলালি যুবকেন্দ্রে উপস্থিত থেকে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক সংগঠন ‘মাধ্যমিক ম্যাজিক বক্স’-এর উদ্বোধন করে।
মাধ্যমিক ম্যাজিক বক্সে কী রয়েছে?
এই ম্যাজিক বক্স বিকল্প উত্তর ভিত্তিক প্রশ্ন (MCQ), স্মার্ট নোট (Smart Note) ও অসংখ্য মক টেস্টের সমন্বয়ে তৈরি। এতে দশম শ্রেণীর ৭টি বিষয়কে আলোচনা করা হয়েছে। ৯৪ অধ্যায়কে কেন্দ্র করে ১০১টি মক টেস্টের প্রশ্নপত্র দেওয়া হয়েছে বাক্সটিতে। এই ম্যাজিক বক্সে রয়েছে একটি বিশেষ ব্যবস্থাও। প্রত্যেক অধ্যায় শেষে দেওয়া হয়েছে একটি করে স্ক্র্যাচ কার্ড। এটি স্ক্র্যাচ করলেই মিলবে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে পৌঁছানো যাবে ত্রিমাত্রিক (3D dimension) পাঠের দুনিয়ায়। সেখানে পড়াশোনার অন্যরকম অভিজ্ঞতা সংগ্রহ করার সুযোগ পাবে পড়ুয়ারা।
মাধ্যমিক ম্যাজিক বক্সের দাম: এই ম্যাজিক বক্সটির প্রকৃত দাম ৭,৯৯৯ টাকা। উদ্বোধনী অফারের দৌলতে এই বাক্সটি ছাত্রছাত্রীরা ৪,৯৯৯ টাকায় পাবেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের দিনে এই বাক্স বিনামূল্যে ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে।