রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Madhyamik Test Exam: মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ও প্রশ্নপত্র নিয়ে নোটিশ জারি পর্ষদের, কী বলা হয়েছে নির্দেশিকায়? জেনে নিন

Madhyamik Test Exam: পড়ুয়াদের প্রথম বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এই পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের টেস্ট পরীক্ষার সেতু অতিক্রম করতে হয়। যাঁরা সফল হয়, তাঁরা মাধ্যমিক পরীক্ষায় বসার…

Advertisements

Madhyamik Test Exam: পড়ুয়াদের প্রথম বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এই পরীক্ষায় বসার জন্য পড়ুয়াদের টেস্ট পরীক্ষার সেতু অতিক্রম করতে হয়। যাঁরা সফল হয়, তাঁরা মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পায়। এই পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এই নির্দেশিকা মেনে না চললে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে স্কুলগুলোকে।

Madhyamik Test Exam

মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত আপডেট (News Update related to Madhyamik Test Exam)

১. মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারকে কেন্দ্র করে যাতে কোনো রকমের বিতর্কের সৃষ্টি না হয়, তাই কড়া নির্দেশিকা জারি করল পর্ষদ।
২. মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই নির্দেশিকা জারি করা হয় গত শনিবার তথা ২৮শে সেপ্টেম্বর তারিখে।
৩. উক্ত নির্দেশিকা ইতিমধ্যে প্রত্যেক রাজ্য সরকারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়ে গেছে।
৪. নির্দেশিকায় জানানো হয়েছে যে, টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত প্রশ্নপত্রে কোনো রকমের বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না।

Advertisements

মাধ্যমিক প্রশ্নপত্র বিতর্ক (Controversy related to Madhyamik Question Paper)

বিতর্কিত প্রশ্নের কারণে সমালোচিত হয় মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা। মালদহের একটি স্কুল কাশ্মীর নিয়ে প্রশ্নপত্রে প্রশ্ন দিলে তা বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় রাজ্য জুড়ে। এই পরিস্থিতি যাতে আবার না সৃষ্টি হয়, সেইজন্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সতর্ক করা হয়েছে রাজ্য সরকারি স্কুলগুলোকে।

Madhyamik Test Exam

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি (WBBSE Notice)

১. প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন দিলে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সংশ্লিষ্ট স্কুল কৈফিয়ৎ দিতে বাধ্য হবে।
২. নির্দেশিত গাইডলাইন মেনে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে হবে।
৩. টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ইমেল মাধ্যমে পাঠিয়ে দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements