Mahesh Bhatt: আবার বিতর্কের মাঝে মহেশ ভাটের (Mahesh Bhatt) নাম। বিগ বস ওটিটি সিজন-এ হাজির হয়ে বিতর্কে জড়াল মহেশ ভাটের নাম। তাঁর জৈষ্ঠ্য কন্যা পূজা ভাট (Puja Bhatt) বিগ বসের সাম্প্রতিক সিজনের প্রতিযোগী। ফ্যামিলি উইক চলাকালীন হাউসের ভেতরে যাওয়ার সুযোগ পান মহেশ। তিনি ভেতরে যাওয়ার পরেই এমন ঘটনা ঘটালেন যে, তাঁর নাম খবরের শিরোনামে চলে এলো।
মহেশ ভাট হাউসের ভেতরে যেতেই খুশিতে মুখ উজ্জ্বল হয়ে যায় পূজার। তিনি মহেশকে দেখতেই দৌড়ে এসে গলা জড়িয়ে ধরেন। পাল্টা মহেশকে যদিও ‘টাইট হাগ’ দিতে দেখা যায়নি। কিন্তু এরপরেই ঘটে এমন কাণ্ড যে, মহেশের নাম মনীষা রানীর সঙ্গে জড়িয়ে পড়ে। বিগ বসের ঘরে তিনি মনীষা রানীকে চুমু খেয়ে ফেলেন, যা বিতর্কিত ইস্যুর জন্ম দিল।
Mahesh Bhatt interaction with Manisha Ranipic.twitter.com/37zCgN5JNc
— #BiggBoss_Tak👁 (@BiggBoss_Tak) August 1, 2023
মনীষা রানী নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েবসর। পূজা ভাটের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এই সূত্রেই ফ্যামিলি উইক চলাকালীন বাবা মহেশ ভাট হাউসে গেলে পূজা মহেশের কাছে মনীষার পরিচয় করান। এই ঘটনার মাঝেই মহেশ হঠাৎ পূজার হাতের উপর হাত রেখে তাঁর হাত নাড়াচাড়া করতে শুরু করেন। এই দৃশ্যের সাক্ষী হয়েই ভ্রু কুঁচকাতে শুরু করেন অনেকে। এই ঘটনার সমাপ্তি এখানেই ঘটেনি। মহেশ ভাট মনীষার হাতে চুমুও খান। যা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক।
#Livefeed !!
Mahesh Bhatt ne #Manisha ke hath pe kiss kiya!! #BiggBossOTT2pic.twitter.com/mt1ZVVKmuD— BB LF Videos (@BBosslivefeed1) August 1, 2023
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এক নেটিজেন কটাক্ষের সুরে বলেন, “বাজে নজরে ৭৫-এর মহেশ তাকালো ২৮-এর মনীষার দিকে”। একজন দাবি করেন, “মহেশের স্পর্শ ভালো নয়। আমার দেখেই মনীষার জন্য খারাপ লাগছে”। এক নেটিজেন প্রশ্ন করেন, “মেয়ের চেয়েও বয়সে ছোট কাউকে কেউ কী করে এমনভাবে স্পর্শ করে”! এদিকে চুমু খাওয়া নিয়ে এক ব্যক্তি কটাক্ষের সুরে বলেই ফেলেন, “ঘরে পা দিয়েই চুমু! রাত কাটাতে দিলে কী হতো!” এই দেখাদেখি অপর এক নেটিজেনের মন্তব্য, “এই মানুষটার চরিত্র এখনও শুধরায়নি”।