রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Matchstick Puzzle: 3 + 8 = 17, একটি কাঠি যোগ করলেই মিলবে উত্তর, এই পাজল মেলাতে গিয়ে হিমশিম খেয়েছেন গণিতপ্রেমীরাও

Matchstick Puzzle: এই প্রতিবেদনে দেওয়া '3 + 8 = 7' সমীকরণে ১টি ম্যাচস্টিক যোগ করলেই মিলবে সমাধান। ব্রেন টিজার (Brain Teaser) পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle)। বিভিন্ন…

Advertisements

Matchstick Puzzle: এই প্রতিবেদনে দেওয়া ‘3 + 8 = 7’ সমীকরণে ১টি ম্যাচস্টিক যোগ করলেই মিলবে সমাধান। ব্রেন টিজার (Brain Teaser) পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য ম্যাচস্টিক পাজল (Matchstick Puzzle)। বিভিন্ন পাজলের মধ্যে এটাকে সম্প্রতি সবচেয়ে বেশি চর্চায় থাকতে দেখা গিয়েছে। নেটপাড়ার বাসিন্দারা আজকাল নিজেরাই পাজল খুঁজে থাকেন ও সমাধান করার চেষ্টা করে থাকেন। আজকের প্রতিবেদনে আমরা এক দারুণ পাজল এনেছি, যা সমাধান করা সবার কম্ম নয়!

Matchstick Puzzle

Advertisements

ম্যাচস্টিক পাজল আসলে পুনর্বিন্যাসের খেলা। এক্ষেত্রে দেশলাই কাঠি পুনর্বিন্যাস করতে হয়। এই খেলায় কিছু দেশলাই কাঠি ব্যবহার করে একটি সমীকরণ পেশ করা হয়। এই সমীকরণ গাণিতিকভাবে ভুল থাকে। মাথা খাটিয়ে সঠিক সমীকরণ ভেবে সমাধান করতে হয়। অনেকেই এই সমাধান করতে না পেরে মাঝপথেই খেলা ছেড়ে পালিয়ে যান। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায়, এই সমীকরণ সবার দ্বারা সমাধান করা সম্ভব নয়! একবার দেখুন তো আপনি পারবেন কিনা।

Matchstick Puzzle

এই প্রতিবেদনে আপনার জন্য একটি ম্যাচস্টিক পাজল পেশ করা হয়েছে। এই পাজলের দিকে তাকালে গাঢ় বেগুনি রঙের ফটোর উপরে ম্যাচস্টিক দ্বারা তৈরি একটি সমীকরণ দেখতে পাওয়া যায়। এতে লেখা থাকে ‘3 + 8 = 17’। এক্ষেত্রে এই সমীকরণটিকে গাণিতিকভাবে ঠিক করার জন্য ১টি মাত্র দেশলাই কাঠি যোগ করতে হবে। মনোযোগী হয়ে এই পাজলের গণিতটিকে সমাধান করার সম্ভাবনার কথা ভাবতে হবে। আপনি কি এটা সমাধান করতে পারবেন?

Matchstick Puzzle

করতে পারলে খুবই ভালো, নইলে প্রতিবেদনে দেওয়া সমাধানটি দেখতে পারেন। এক্ষেত্রে সমীকরণটিকে সমাধান করার জন্য ‘3’-এর উপরের দিকে বাঁ দিকে একটি কাঠি যোগ করলেই ‘3’ হয়ে যাবে ‘9’। এইভাবে ‘9 + 8 = 17’ হয়ে যাবে এবং সমীকরণটি মিলে যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements